Connect with us
ফুটবল

পুরনো বন্ধুকে ১ কোটি ৮০ লাখ টাকা পাঠালেন নেইমার

Neymar Alves
বন্ধু আলভেসের সহায়তা পাঠালেন নেইমার

হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে নিজের সুস্থতার অপেক্ষায় রয়েছেন ব্রাজিল ফুটবলের পোস্টারবয় নেইমার। দীর্ঘদিন মাঠে ফেরা হয় না এই তারকার। অন্যদিকে তারই এক পুরনো বন্ধুও আছেন মাঠের বাইরে। শুধু মাঠের বাইরে বলা ভুল হবে। দীর্ঘদিন ধরে হাজতবন্দী জীবন পার করছেন তারই বন্ধু দানি আলভেস। এই বন্ধুর দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়েছেন নেইমার জুনিয়র।

ফুটবল ক্যারিয়ারে ব্রাজিল জাতীয় দলের পাশাপাশি বার্সেলোনা আর পিএসজিতেও সতীর্থ হিসেবে খেলেছেন নেইমার ও দানি আলভেস। এমনকি বার্সেলোনায় যখন নেইমার নতুন যান, স্পেনে তাকে মানিয়ে নিতে যিনি সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন তিনি আলভেজ। ফুটবলের সবচেয়ে বেশি শিরোপা জেতা আলভেজ নারী নিপীড়নের অভিযোগে রয়েছে হাজতে। বিচারের মুখোমুখি দাঁড়িয়ে কিংবদন্তী।

দীর্ঘদিনের সতীর্থ নেইমার ও আলভেস

শুধু ব্রাজিল কিংবা বার্সেলোনা নয়- সেভিয়া, জুভেন্টাস কিংবা পিএসজির মতো নামকরা সব ক্লাবে দাপিয়ে বেড়িয়েছেন যে আলভেজ, তিনি এখন অপরাধী জীবন পার করছেন। শুধু নারী নিপীড়ন নয়, এর সঙ্গে যোগ হয়েছে স্ত্রীর বিচ্ছেদের মামলা। স্ত্রী দিনোরাহ সান্তানার সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলার জন্য আলভেসের সব সম্পত্তি আপাতত বাজেয়াপ্ত। ব্যাংক থেকে টাকাও তুলতে পারছেন না রাইটব্যাক আলভেজ।

জীবনের এই পর্যায়ে এসে হাত পাততে হয়েছে সাবেক সতীর্থদের কাছে। আলভেজের ডাক শুনে বসে থাকতে পারেননি পুরনো বন্ধু নেইমার। তার আবেদনে সাড়া দিয়েন সতীর্থকে পাঠিয়েছেন ১ লাখ ৫০ হাজার ইউরো। যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার সমান।

ব্রাজিলিয়ান আলভেজ আপাতত আছেন স্পেনের রাজধানী বার্সেলোনায়। সেখান থেকে শহরের বাইরে যেতে পারবেন না তিনি। সম্পত্তি বাজেয়াপ্ত থাকায় অভিযোগকারী তরুণীকে ক্ষতিপূরণের টাকা দিতে পারছেন না তিনি। আর ক্ষতিপূরণ দিতে না পারলে কঠিন শাস্তি পেতে পারেন। এমন অবস্থায় নেইমারের পাঠানো টাকায় স্বস্তি পাচ্ছেন আলভেজ।

আরও পড়ুন: মিরপুরের পর এবার ডিমেরিট পয়েন্ট পেল নিউল্যান্ডসের পিচ

ক্রিফোস্পোর্টস/১০জানুয়ারি২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল