Connect with us
ফুটবল

স্পেনে নয়, আজ স্প্যানিশ সুপার কাপ শুরু হচ্ছে সৌদিতে

Spanish super cup
আজ স্প্যানিশ সুপার কাপ শুরু হচ্ছে সৌদিতে

নাম স্প্যানিশ সুপার কাপ ফুটবল। অনুষ্ঠিত হওয়ার কথা স্পেনে। কিন্তু না, এবারের আসর স্পেনে নয়, সৌদি আরবে আজ শুরু হচ্ছে স্প্যানিশ সুপার কাপ ফুটবল। চার দলের টুর্নামেন্টে প্রথম দিনে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ।

রিয়াদে দুই নগর প্রতিদ্বন্দ্বীর প্রথম সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়। লা লিগার শীর্ষে থেকে সুপার কাপে খেলতে নামবে রিয়াল। দারুণ ফর্মে মাদ্রিদ জায়ান্টরা কোপা ডেল রে’তেও নিশ্চিত করেছে শেষ ষোলোয় খেলা। সেখানেও অ্যাটলেটিকোকে প্রতিপক্ষ পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১৮ জানুয়ারি অ্যাটলেটিকোর মাঠে হবে ম্যাচটি।

নতুন ফরমেটের সুপার কাপে ২০২০ সালে অ্যাটলেটিকে আর ২০২২ সালে অ্যাথলেটিক বিলবাওয়কে ফাইনালে হারিয়ে দু’বার শিরোপা জিতেছে রিয়াল। ২০২১ সালে বার্সেলোনাকে হারিয়ে বিলবাও, গত বছর রিয়ালকে হারিয়ে বার্সেলোনা ঘরে তোলে শিরোপা।

পঞ্চম আসরের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার কাতালান জায়ান্টরা লড়বে ওসাসুনার বিপক্ষে। সুপার কাপে লা লিগা ও কোপা ডেল রে’র দুই চ্যাম্পিয়নের সঙ্গে দুই রানার্সআপ দলকে নিয়ে নতুন ফরমেটের শুরুটা হয় ২০২০ সালে। ভেন্যুও দেশের বাইরে সৌদি আরবে সরিয়ে নেওয়া হয়। এর মধ্যে ২০২১ সালের টুর্নামেন্টটি করোনার কারণে দেশেই হয়েছিলো।

আরও পড়ুন: পুরনো বন্ধুকে ১ কোটি ৮০ লাখ টাকা পাঠালেন নেইমার

ক্রিফোস্পোর্টস/১০জানুয়ারি২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল