Connect with us
ক্রিকেট

মিরপুরের পর এবার ডিমেরিট পয়েন্ট পেল নিউল্যান্ডসের পিচ

After Mirpur, Newlands pitch got ICC demerit points
মাত্র ১০৭ ওভারেই সমাপ্তি ঘটে নিউল্যান্ডস টেস্টের। ছবি- সংগৃহীত

গত ডিসেম্বরে বাংলাদেশ ও নিউল্যান্ডসের মধ্যেকার দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হয় মিরপুরের পিচে। এই টেস্টের প্রথম দিনেই ১৫ টি উইকেট পড়ে। তাছাড়া তিন দিন মাঠে গড়িয়েই সমাপ্ত হয় ম্যাচটি। ফলে আইসিসি পিচ নিয়ে অসন্তোষ জানায় এবং একটি ডিমেরিট পয়েন্ট পায় মিরপুরের পিচ।

সম্প্রতি কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় ভারত। মাত্র ১০৭ ওভারেই সমাপ্তি ঘটে এই টেস্টের, যা বলের (৬৪২) হিসাবে ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ততম টেস্ট। এর ফলে এই ভেন্যুর পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আইসিসি।

নিউল্যান্ডসের পিচ অনেক বেশি বোলিং সহায়ক হওয়ায় এই পিচ নিয়ে আইসিসিতে অভিযোগ করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ফলে এই পিচকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

নিউল্যান্ডের উইকেটকে ‘অসন্তোষজনক’ অভিযোগ করে ক্রিস বলেন, ‘ব্যাটিং করার জন্য নিউল্যান্ডসের উইকেট অনেক কঠিন ছিল। ম্যাচ জুড়ে বল দ্রুত বাউন্স করার কারণে শট খেলা খুবই চ্যালেঞ্জিং ছিল। বল ব্যাটারের গ্লাভসে একাধিকবার আঘাত হেনেছে। এছাড়া অপ্রতিরোধ্য বাউন্সের কারণে বেশি বেশি উইকেট পড়েছে।’

আরও পড়ুন: ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতাবেন মিলার 

ক্রিফোস্পোর্টস/০৯জানুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট