Connect with us
ফুটবল

অবশেষে সৌদি ক্লাবের হয়ে গোল পেলেন নেইমার!

Neymar Alh hilal
আল-হিলালের হয়ে প্রথম গোলের পর নেইমারের উল্লাস। (ছবি- আরএফআই)

ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করা নেইমার যেন সৌদি ক্লাবে গিয়ে নিজেকে হারাতে বসেছিলেন। সাম্প্রতিক ফর্ম কিছুটা খারাপ গেলেও তার ভক্ত সমর্থকে ভাটা পরেনি একটুও। পিএসজি ছেড়ে সৌদিতে এসে গোলের দেখা পাচ্ছিলেন না। তবে ভক্তদের খুশিতে ভাসিয়েছেন তিনি। গতকাল আল-হিলালের হয়ে প্রথম গোলের দেখা পান ব্রাজিলিয়ান এই সুপারস্টার।

আল হিলালের হয়ে গত চারটি ম্যাচে নেইমার তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে একেবারে খারাপ খেলেছেন তাও নয়, বেশ কয়েকটি এসিস্ট করে সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন। তবে নিজের খাতায় কোনো গোল লিখতে পারছিলেন না। গত রাতে ইরানের ক্লাব নাসাজি মাজান্দারানের মাঠে তাদের মুখোমুখি হয় আল-হিলাল। এদিন ৫৮ মিনিটে সৌদিতে নিজের প্রথম গোল পায় নেইমার। নেইমারের গোলের দিনে ৩-০ ব্যবধানের বড় জয় পেয়েছে আল-হিলাল।

গত ম্যাচ ড্র করায় এই ম্যাচে জয় ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আল-হিলাল। ম্যাচের ১৮ মিনিটেই এগিয়েও যায়, আল বুরায়েকের বাড়ানো বলে গোল করেন মিত্রোভিচ। ৩৮ মিনিটে দুই দলের একজন করে ফুটবলার লাল কার্ড দেখেন। ইরানি ক্লাবটির আমির মোহাম্মদ হাউসম্যান্ড এবং নেইমারের সতীর্থ সালমান আল-ফারাজকে লাল কার্ড দেখান রেফারি। প্রথমার্ধে আর কোনো গোল করেনি কোনো দল।

দ্বিতীয়ার্ধেও বল ছিল নেইমারদের দখলেই। ৫৮ মিনিটে বাঁ পায়ের জোরালো শটে কাঙ্ক্ষিত গোল করেন নেইমার। নাসের আল দাওয়াসারির সঙ্গে দারুণ এক বোঝাপড়ায় তিনি ডি-বক্সে ঢুকে বা পয়ের শটে গোল করেন। এরপর নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে শেষ গোলটি করেন আল-শেহরি। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আল-হিলাল।

আরও পড়ুন:বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ধোঁয়াশা!

ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৩/এমকে/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল