Connect with us
ক্রিকেট

মার্করামদের বিপক্ষে সাকিবদের অনুপ্রেরণা নেদারল্যান্ডস

ক্রিকেটে মাঝে মাঝে জায়ন্ট দলগুলো পরাজিত হয় তুলনামূলক ছোট দলগুলোর কাছে। যার দৃষ্টান্ত রয়েছে চলমান বিশ্বকাপেও। দক্ষিণ আফ্রিকাও একটি জায়ান্ট দল। তবে চলমান বিশ্বকাপেই তারা নেদারল্যান্ডস এর কাছে পরাজিত হয়েছে। এবার সেই নেদারল্যান্ডসের জয় থেকে অনুপ্রেরণা নিয়েই প্রোটিয়াদের রুখে দিতে চায় টাইগাররা।

চলমান বিশ্বকাপে ফর্মের তুঙ্গে থাকা দলগুলোর মধ্যে একটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে তিনটিতেই বিশাল বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা। তবে তাদের হারার ম্যাচটিতে প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস। যেটা ছিল অনেকটাই অবিশ্বাস্য তবে অসম্বভ কিছু না। তাই টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর দলের বিপক্ষেও জয়ের আশা দেখছেন সাকিবরা।

গতকাল (২৩ অক্টোবর) ম্যাচ পূর্ববর্তী একটি সংবাদ সম্মেলনে ডাচদের মতো করে দক্ষিণ আফ্রিকাকে আটকে দেওয়ার ব্যাপারে আশাবাদী হতে দেখা যায় সাকিবকে। তিনি বলেন, ‘মুম্বাইয়ের এই পিচটা স্পিন সহায়ক না। তবে তাদের আটকে দেওয়ার জন্য যেসব প্লান করা দরকার তা আমরা করছি। তাছাড়া তাদের অল্প রানে আটকে দেওয়া নেদারল্যান্ডসের সেই ম্যাচটিও অনুসরণ করার চেষ্টা করবো।’

প্রচণ্ড মনোবল ও ইচ্ছাশক্তি থাকলে অনেক বড় বড় কাজও সহজ হয়ে যায়। এই বিশ্বকাপে আফগানিস্তান ও নেদারল্যান্ডস তা করে দেখিয়েছে। এবার পালা বাংলাদেশের। হারের বৃত্ত থেকে ঘুরে দাঁড়াতে চায় তারা। হোক প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তবুও জয় পেতে আশাবাদী সাকিবরা।

আরও পড়ুন: ম্যাচসেরার পুরস্কার শরণার্থীদের উৎসর্গ করলেন ইব্রাহিম জাদরান

ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৩/এমটি/জেএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট