Connect with us
অন্যান্য

নিজের জন্মদিনে পুত্র সন্তানের বাবা হয়ে দোয়া চাইলেন শান্ত

নাজমুল
গত ১৬ আগস্ট স্ত্রী রত্নার বেবি বাম্পের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন নাজমুল শান্ত।

নিজের জন্মদিনে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হাসান শান্ত ছেলে সন্তানের বাবা হয়েছেন। বাবা হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের কাছে পরিবারের সকলের জন্য দোয়া চেয়েছেন তিনি।

শুক্রবার সকালে শান্ত-রত্না দম্পতির কোল আলোকিত করে পৃথিবীতে এসেছে তাদের প্রথম সন্তান। নাজমুল শান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। মা ও বাচ্চা সুস্থ আছে উল্লেখ করে সকলের কাছে দোয়া চান তিনি।

গত ১৬ আগস্ট বাবা হওয়ায় বিয়ষটি জানান শান্ত। স্ত্রী রত্নার বেবি বাম্পের ছবি দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে। তাদের সংসারে নতুন অতিথি আসার কথা জানান।

শান্ত-রত্নার সংসারের নতুন অতিথির আগমন উপলক্ষে তাদের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের বেশ ক’জন ক্রিকেটারের স্ত্রী।

উল্লেখ্য, কোভিড চলাকালীন ২০২০ সালের জুনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন নাজমুল-রত্না দম্পতি। বিয়ের প্রায় তিন বছর পর প্রথম সন্তানের বাবা-মা হলেন তারা।

আরও পড়ুন: মানকাড আউট নিয়ে ক্ষুব্ধ পাকিস্তানের বাবর আজম

ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য