Connect with us
ক্রিকেট

নাহিদ রানার চমক, লাঞ্চের আগেই এগিয়ে বাংলাদেশ

crifo BD vs PAK
নাহিদ রানার চমক, লাঞ্চের আগেই এগিয়ে বাংলাদেশ

রাওয়ালপিন্ডিতে চলছে পাকিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা। বাংলাদেশকে বড়ো টার্গেট দেওয়ার লক্ষ্যে দ্বিতীয় ইনিংস ব্যাটিং করছে স্বাগতিকরা। কিন্তু বড় লক্ষ্য দিতে গিয়ে এখন নিজেরাই গুটিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১১৭ রান। মোট লিড দাঁড়িয়েছে ১২৯ রান।

আগের দিনের দুই উইকেটে ৯ রান নিয়ে চতুর্থ দিন সকালে পুনরায় ব্যাটিংয়ে নামেন পাকিস্তানের সাইম আইয়ুব ও অধিনায়ক শান মাসুদ। লিড তখন ২১ রানের। শেষ দুই দিনে টেস্ট জিততে হলে বাংলাদেশকে টার্গেট দিয়ে অলআউট করতে হবে। সেদিক থেকে স্কোর বড়ো করার তাড়নায় বুঝেশুনে ব্যাটিং করতে থাকেন তারা।

কিন্তু দলের সংগ্রহ ৪৭-এ পৌঁছার পর পেসার তাসকিন আহমেদের আঘাতে ভাঙ্গে ৩৮ রানের জুটি। সাইমকে ২০ রানে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান এই পেসার। মিড অফে দুর্দান্ত ক্যাচ ধরেন টাইগার অধিনায়ক। দলীয় ৬২ রানে শান মাসুদকে ফেরত পাঠান পেসার নাহিদ রানা। পাকিস্তান অধিনায়ক ২৮ রান করে উইকেটকিপার লিটন দাসের হাতে ধরা পড়েন।

আরও পড়ুন :

» রেকর্ড গড়া জুটির পর মিরাজকে নিয়ে যা বললেন লিটন

» বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ আজকের খেলা (২ সেপ্টেম্বর ২৪)

আগের দিন পাকিস্তানের ২৭৪ রানের জবাবে ১২ রান দূরে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে ৯ রানের মধ্যে আবদুল্লাহ শফিককে ৩ ও নাইটওয়াচম্যান খুররাম শাহজাদকে শূন্য রানে ফেরত পাঠিয়েছিলেন পেসার হাসান মাহমুদ। দুই ম্যাচের সিরিজে এই মাঠেই প্রথম টেস্ট ১০ উইকেটে জিতে এগিয়ে আছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান প্রথম ইনিংস- ২৭৪/১০
বাংলাদেশ প্রথম ইনিংস- ২৬২/১০
পাকিস্তান দ্বিতীয় ইনিংস- ১১৭/৬

ক্রিফোস্পোর্টস/২সেপ্টেম্বর২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট