Connect with us
ক্রিকেট

শেষ দিনে যে পরিকল্পনায় মাঠে নেমেছে মুশফিক-মিরাজরা

crifo miraz
রাওয়ালপিন্ডির শেষ দিনে যে পরিকল্পনায় মাঠে নেমেছে মুশফিক-মিরাজরা। ছবি: ক্রিকইনফো

রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিন অর্থাৎ পঞ্চম দিনে মাঠে নেমেছে টিম টাইগার। পাকিস্তানকে নিয়ে ঠিক কোন পরিকল্পনা রয়েছে আজ? প্রথম ইনিংসে পাকিস্তানের বড় সংগ্রহ তাড়া করে চতুর্থ দিন শেষে ৯৪ রানে এগিয়ে ছিল সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে পাকিস্তানের ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে ৫৬৫ রানে অলআউট হয় টাইগাররা। এতে প্রথম ইনিংস থেকে ১১৭ রানের লিড পায় বাংলাদেশ।

ব্যক্তিগত সর্বোচ্চ রান আসে মুশফিকের ব্যাট থেকে ১৯১ রানের বড় ইনিংস। ১১৭রানের ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ১ উইকেটে ২৩ রান করেছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পঞ্চম দিনের খেলা মাঠে গড়িয়েছে। ২৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে পাকিস্তান। এখনো ৫৫ রান পিছিয়ে রয়েছে তারা।

রাওয়ালপিন্ডি টেস্ট কোন দিকে গড়াচ্ছে, সবার প্রশ্ন এখন এটি। আজ শেষ দিনে ব্যাট করতে নেমেছে পাকিস্তান। পাকিস্তানকে দ্রুত গুটিয়ে দিতে পারলে সুযোগ থাকবে ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার, তবে প্রথম দুই সেশনের মধ্যে পাকিস্তানকে অল আউট না করতে পারলে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা বেশি। বাংলাদেশ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সংবাদ সম্মেলনে জানালেন পঞ্চম দিনের লক্ষ্য সম্পর্কে।

আরও পড়ুন:

» ব্যক্তি তোষামোদের সংস্কৃতি বন্ধে কড়া বার্তা দিলেন ক্রীড়া উপদেষ্টা

» মামলা ও আইনি নোটিশ: অনেক সতীর্থকে পাশে পাচ্ছেন সাকিব

মিরাজ ব্লেন, ‘আমাদের ব্যাটসম্যানরা খুবই ভালো ব্যাটিং করেছে। যেহেতু আমরা বোলিং করছি আমাদের ভালো একটি সুযোগ আছে। প্রথম সেশনে আমরা যদি ভালো জায়গায় বোলিং করি আর যদি দ্রুত উইকেট নিতে পারি আমাদের সুবিধা থাকবে।’

মিরাজ আরো বলেন, ‘আমরা ভালো লিডও পেয়েছি। এখন শুধু উইকেট নিতে হবে এবং ভালোভাবে বোলিং করতে হবে। বোলাররা যেভাবে শেষ এক ঘণ্টা বোলিং করেছে আমার খুব ভালো লেগেছে। আমি স্লিপে ফিল্ডিং করেছি আমার দেখতে খুব ভালো লেগেছে। কালকেও আশা করি ভালো বোলিং করবে।’

মিরাজ পাকিস্তানের পিচ কন্ডিশন নিয়ে বলেন, ‘পাকিস্তানের উইকেট অনেক সুন্দর। গত বছর এখানে এশিয়া কাপ ছিল আমি ওপেনিংয়ে নেমে আমি সেঞ্চুরি করেছিলাম। আমার খুব ভালো লেগেছে। পাকিস্তানের উইকেট অনেক সুন্দর ব্যাটিং করার জন্য। অবশ্যই আমার রোলটা অনেক গুরুত্বপূর্ণ। আমি ৮ নম্বরে ব্যাটিং করেছি। মুশফিক ভাইয়ের সঙ্গে ১৯২-১৯৩ রানের জুটি গড়েছি এটা দলকে ভালো মোমেন্টাম পাইয়ে দিয়েছে। আমি সব সময় চেষ্টা করি দলের জন্য খেলার। দলের জন্য যেকোনো জায়গায় ভালো কিছু করার জন্য। চেষ্টা করি রান করার জন্য।’

ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৪/এএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট