Connect with us
ফুটবল

লিগ কাপ থেকে বিদায় নিলো চ্যাম্পিয়ন ম্যানসিটি

Crifo Mancity
নিউ ক্যাসলের কাছে হেরে লিগ কাপ থেকে বিদায় নিলো ম্যানসিটি

প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি হোঁচট খেলো ইংল্যান্ডের ইএফএল কাপ বা লিগ কাপে। জনপ্রিয় এ টুর্নামেন্টটি হয়ে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ। ইংল্যান্ডের মোট ৯২টি ক্লাবের এই টুর্নামেন্টে হারলেই বাদ- সাত রাউন্ডের নকআটে হয়। শেষ ষোলোতে ওঠার আগেই বিদায় নিলো ম্যানসিটি।

বুধবার আসরের তৃতীয় রাউন্ডে নিউ ক্যাসেলের বিপক্ষে অপ্রত্যাশিত এক হারে বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি।তবে সিটির বিদায়ের রাতে তৃতীয় রাউন্ডে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্সেনাল ও লিভারপুল।

এদিন লন্ডন ডার্বিতে টটেনহ্যামের বিপক্ষে সন বীরত্বে জয় বঞ্চিত আর্সেনাল তৃতীয় রাউন্ডে ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে জয় পায়। ম্যাচের অষ্টম মিনিটের মাথায় গানার্সদের হয়ে জয় সূচক গোলটি করেন নেলসন।

আরেক ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও লেস্টার সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। ম্যাচে তিন মিনিটের মাথায় গোল হজম করা অলরেডসদের হয়ে ৪৮ মিনিটে সমতাসূচক গোলটি করেন গাকপো। ৭০ মিনিটে জোবোস্লাইয়ের বুলেট গতির শট খুঁজে নিলে লিড পায় লিভারপুল। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে জোতার গোলে ব্যবধান বাড়ায় অলরেডসরা।

জেমস পার্কে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে আর্লিং হলান্ড, ফিল ফোডেন ও কাইল ওয়াকারকে বিশ্রাম দিয়েছিলেন গার্দিওলা। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে নিউক্যাসলকে এগিয়ে দেন আলেক্সান্ডার আইজ্যাক। দ্বিতীয়ার্ধে ফোডেন ও জার্মি ডোকু মাঠে নামলেও দলকেও সমতায় ফেরাতে পারেননি।

আরও পড়ুন: এবার ঘোর আপত্তি তুললেন তামিমের ভাই নাফিস ইকবাল

ক্রিফোস্পোর্টস/২৮সেপ্টেম্বর২৩/এমকে/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল