Connect with us
ফুটবল

একই মাঠে ফের দেখা যাবে মেসি-রোনালদোকে?

Messi and Ronaldo
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- গুগল

চলতি বছরের শুরুতে মাঠের লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের মাটিতে রোনালদোর দল আল নাসর মুখোমুখি হয়েছিল মেসির সাবেক দল পিএসজির। সেই প্রীতি ম্যাচে গ্রহের দুই সেরা ফুটবলার মাঠে নেমে আরবের বুকে ফুটবল উন্মাদনা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিলেন।

মূলত মেসি-রোনালদো ইউরোপ ছাড়ার পর ফুটবল মাঠে সেটি তাদের প্রথম দেখা। এবার ফের দুই তারকা ফুটবলারের মাঠের দ্বৈরথ দেখার সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের এক সাংবাদিকের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ- একটি মার্কেটিং প্রতিষ্ঠান চেষ্টা করছে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামি ও রোনালদোর আল নাসরের মধ্যে একটি প্রীত ম্যাচের আয়োজন করতে। চেষ্টা সফল হলে ম্যাচটি অনুষ্ঠিত হবে চীনের মাটিতে।

এদিকে ইউএস ওপেন কাপের ফাইনালে বৃহস্পতিবার খেলতে পারেননি লিওনেল মেসি। এতে যা হওয়ার তাই হয়েছে; মেসি বিহীন মায়ামি শিরোপা বঞ্চিত হয়। এতে মন ভেঙেছে ভক্তদের। তবে ইনজুরি কাটিয়ে কবে মাঠে ফিরবেন মেসি; তা এখনও নিশ্চিত নয়।

অপরদিকে ইন্টার মায়ামির এখনও লিগ মৌসুমের পাঁচটি ম্যাচ খেলা বাকি আছে। মায়ামি কোচ টাটা মার্টিনো জানিয়েছেন, মৌসুম শেষ হওয়ার আগেই মাঠে দেখা যাবে বিশ্বকাপ জয়ী এই ফুটবলারকে।

সৌদি সাংবাদিক আবু আবেদল্লাহর তথ্যমতে ইন্টার মায়মির লিগ মৌসুম শেষ হলেই সেই প্রীতি ম্যাচ হতে পারে। তবে এখনো অনেক পর্ব বাকি আছে; সব পক্ষের চেষ্টা সফল হলে ফের একসঙ্গে দেখা যাবে মেসি-রোনালদোকে।

আরও পড়ুন: লিগ কাপ থেকে বিদায় নিলো চ্যাম্পিয়ন ম্যানসিটি

ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল