Connect with us
ক্রিকেট

আইসিসির ‘ম্যাজিক মোমেন্টে’ ফিরলেন মাহমুদউল্লাহ

mahmudullah Riyad
মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি- গুগল

নানা নাটকীয়তার পর মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দলে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামলেও ইংল্যান্ডের বিপক্ষে একাদশে ছিলেন না রিয়াদ। অথচ ২০১৫ বিশ্বকাপে এই ইংলিশ দের বিপক্ষেই সেঞ্চুরি করেছিলেন রিয়াদ। গতকাল ম্যাচের মাঝে ম্যাজিক মোমেন্টে দেখানো হয় তার সেই ইনিংস।

এবারের বিশ্বকাপে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ম্যাচের মধ্যেই ‘ম্যাজিক মোমেন্ট’ নামের ছোট্ট একটা পর্ব চালু করেছে। ম্যাজিক মোমেন্টে দলগুলোর আগের বিশ্বকাপের সেরা মুহূর্তগুলো প্রচার করা হয়।

গতকাল বাংলাদেশ বনাম ইংল্যান্ডের ম্যাচে রিয়াদের টানা দুটি সেঞ্চুরির দৃশ্য দেখানো হয় ম্যাজিক মোমেন্টে। যার একটি ছিল অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক জয়ের ম্যাচে।

ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া সে বিশ্বকাপে শেষ আটে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ দলের হয়ে সর্বোচ্চ ১০৩ রানের ইনিংস খেলেন। তবে এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দলে জায়গা পাননি তিনি। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান।

ইংল্যান্ডের বিপক্ষে ৬ নম্বর বোলার নিয়ে মাঠে নামতে চেয়েছিল বাংলাদেশ। নাসিম আহমেদ ও শেখ মেহেদী দুজনের মধ্যে একজনকে বাছাই করতে হত ম্যানেজমেন্টকে। তবে ব্যাটিং দক্ষতায় এগিয়ে থাকায় শেষ পর্যন্ত মেহেদী দলে নিশ্চিত হন। ম্যানেজমেন্টের আস্থা প্রতিদানও দিয়েছেন তিনি।

এদিন বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়ে ৭১ রান খরচ করেছেন তিনি। টাইগারদের বোলিং ব্যার্থতার দিনে দলের সবচেয়ে সফল বোলার ছিলেন তিনিই। তবে টিম পারফরমেন্স ভালো না হওয়ায় ম্যাচ হারে বাংলাদেশ।

আরও পড়ুন: ভারতের সঙ্গে নতুন রেকর্ড গড়ল আফগানিস্তান

ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৩/এমকে/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট