Connect with us
ফুটবল

ভুল সিদ্ধান্তের পর ক্ষমা চেয়েছেন লাইন্সম্যান, দাবি বায়ার্ন কোচের

Linesman apologizes after wrong decision, Bayern coach claims
লাইন্সম্যানের অফসাইড সিদ্ধান্ত নিয়ে বিতর্ক জন্ম দিয়েছে। ছবি- সংগৃহীত

গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ফাইনালিস্টও নিশ্চিত হয়ে গেল। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হারতে বসা ম্যাচের শেষ দিকে তিন মিনিটের ২ গোলে ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ১৪ বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ। আগামী ১ জুন ইংল্যান্ডের জাতীয় স্টেডিয়াম ওয়েম্বলিতে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে ‘ইউরোপের রাজারা’।

প্রথম লেগে বায়ার্নের মাঠে ২-২ গোলে ড্র করেছিল স্প্যানিশ জায়ান্টরা। ফলে ঘরের মাঠে জিততেই হতো লস ব্লাঙ্কোসদের। কিন্তু ভালো খেলেও বদলি নামা আলফনসো ডেভিসের দুর্দান্ত গোলে পিছিয়ে পড়ে রিয়াল।

ম্যাচের শেষ দিকে যখন মনে হচ্ছিল স্বাগতিকদের স্বপ্ন হয়ত এখানেই ধূলিসাৎ হতে যাচ্ছে ঠিক তখনি ফিনিক্স পাখির মতো জেগে ওঠে লস ব্লাঙ্কোসরা। ৮৮ ও ৯১ মিনিটে বদলি নামা হোসেলুর গোলে ৪-৩ এগ্রিগেটে ফাইনাল নিশ্চিত করে শুভ্র সাদারা।

কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুর রূপকথার পাশাপাশি ম্যাচ শেষে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বায়ার্ন কোচ ও ফুটবলাররা। অতিরিক্ত সময়ে পিছিয়ে পড়ার পর ডি লিখটের কাছে বল গেলে লাইন্সম্যান সাথে সাথেই অফসাইডের কল দেন। রেফারিও খেলা না চালিয়ে বাঁশি বাজান। রেফারির ঐ কলের কারণে বায়ার্ন গোলবঞ্চিত হয়েছে বলে মনে করেন টুখেল।

অপর দিকে টুখেলের এমন বক্তব্যে রিয়াল কোচ আনচেলত্তিও পালটা বক্তব্য ছুড়ে দিয়েছেন। তাহলে নাচোর বাতিল করা গোলটিও বাতিল হওয়ার মত নয়। কারণ কিমিখকে ফাউল করা হয়নি, সে ডাইভ দিয়েছিল।

অবশ্য ম্যাচের অন্তিম পর্যায়ে ডি লিখট বল পেলে রেফারির তৎক্ষণাৎ অফসাইড কল দেওয়াটা বাভারিয়ান সমর্থকদের বুকে রক্তক্ষরণ করাতেই পারে। কারণ নিয়ম অনুযায়ী রেফারি একদম অফসাইডের ব্যাপারে সুনিশ্চিত না হওয়া পর্যন্ত বাঁশি বাজাতে পারবেন না। আর যদি সেটি গেল হয়ে যায় তাহলে ভিএআর এর মাধ্যমে গোল চেক করে দেখবেন।

কিন্তু গোল হওয়ার আগেই রেফারির ফাইনাল কলের কারণে সেটা অফসাইড হিসেবে বিবেচনা করা হয়। ফলে সেটা আর ভিএআর দিয়ে চেক করা হয়নি। রেফারির এমন ভুলেই বেজায় চটেছেন বায়ার্ন কোচ ও ডিফেন্ডার ম্যাথায়েস ডি লিখট।

ম্যাচ শেষে ডি লিখট গণমাধ্যমের সামনে দাবি করেন, খেলা শেষে সেই লাইন্সম্যান নাকি তার কাছে ওই ভুলপর জন্য ক্ষমা চেয়েছেন।

ডাচ ডিফেন্ডার এ প্রসঙ্গে বলেন, ‘শেষ মুহূর্তে ওই রকম পরিস্থিতিতে রেফারির অফসাইড কল আমার মতে ভুল সিদ্ধান্ত ছিল। আমি বলছি না যে, ওটা অফসাইড ছিল কি না তবে সেটা চেক করার দায়িত্ব ভিএআর-এর। কিন্তু নিশ্চিত না হয়েই সেটাকে অফসাইড কল করাটা দুঃখজনক।’

এ প্রসঙ্গে টুখেল আরও বলেন, ‘এই আধুনিক ফুটবলের সময়ে এমন রেফারিং দুঃখজনক। পরে তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে, এটা হজম করা কঠিন। এখন রিয়ালকে অভিনন্দন জানাতে হচ্ছে আমাদের।’

আরও পড়ুন: আর্জেন্টাইন ক্লাবকে জামালের টাকা পরিশোধের নির্দেশ ফিফার 

ক্রিফোস্পোর্টস/৯মে২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল