Connect with us
ক্রিকেট

এশিয়া কাপের দুর্বল ফাইনালেও হয়েছে ১৫টি রেকর্ড

crifosports Asia cup win india
শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে পাঁচ বছর পর এশিয়া কাপ ঘরে তুলেছে ভারত (ছবি- ক্রিকইনফো)

দুদলের জন্য নির্ধারিত ১০০ ওভার। অর্থাৎ ৬০০টি ডেলিভারি। সেখানে ফাইনালের মতো জমজমাট ম্যাচে খেলা শেষ হলো মাত্র ১২৯ বল! ৫০ রানেই শেষ ইনিংস। ৫১ রান করেই ভারত মেতে উঠলো শিরোপা উৎসবে! এমন ম্যাড়ম্যাড়ে ফাইনালে ভুরি ভুরি রেকর্ড লেখা হয়েছে।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে পাঁচ বছর পর এশিয়া কাপ ঘরে তুলেছে ভারত। এই ম্যাচে ১৫টি রেকর্ড হয়েছে। চলুন এক নজরে রেকর্ডগুলো দেখে নেওয়া যাক…

> শুরুর ১০ ওভারের মধ্যেই ৬ উইকেট তুলে নেয় ভারত। একদিনের ক্রিকেটে ভারতের সর্বোচ্চ।

> দ্বিতীয় বোলার হিসেবে এশিয়া কাপের ফাইনালে ৬ উইকেট নিয়েছেন সিরাজ।

> ওয়ানডেতে ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর শ্রীলঙ্কার।

> ১২ রানে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম রানে এত উইকেটের পতন।

> ক্যারিয়ারের ১০০২তম বলে ওয়ানডের ৫০তম উইকেট নেন সিরাজ। যা ওয়ানডে ফরম্যাটে দ্বিতীয় দ্রুততম।

> ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টের যেকোনো ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন স্কোর এটা (৫০/১০)।

> এশিয়া কাপে ওয়ানডে ফরম্যাটে দ্বিতীয়বার প্রতিপক্ষের ১০ উইকেট শিকার করলো পেসার বোলররা।

> এশিয়ার মধ্যে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ওভারে অলআউট হয় শ্রীলঙ্কা।

> ফাইনালে পেসারদের মধ্যে সেরা বোলিং গড় সিরাজের।

> আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে এক ওভারে চার উইকেট সিরাজের।

> মাত্র ১৬ বলেই পাঁচ উইকেট নেন সিরাজ। যা ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম।

> আশিস নেহরার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডেতে ৬ উইকেট নিলেন সিরাজ।

> দ্বিতীয়বার ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ১০ উইকেটে জেতার নজির গড়ল ভারত।

> বলের হিসাবে ভারতের সবচেয়ে ছোট ম্যাচ।

> বল হাতে রেখে ভারতের সবচেয়ে বড় জয়। ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালেও সবচেয়ে বড় ব্যবধানে জয়।

আরও পড়ুন: এশিয়া কাপে হেরেও আইসিসি থেকে সুসংবাদ পেল বাবর আজমরা

ক্রিফোস্পোর্টস/১৮আগস্ট২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট