Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিটের দাম জানালো বিসিবি

crifosports bd vs nzl ticket
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিটের দাম জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দোলাচল শেষ। এবার বিশ্বকাপের প্রস্তুতির পালা। এরই মাঝে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে টাইগাররা। বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। এই সিরিজে মাঠে বসে খেলা দেখার টিকিটের দাম জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য জানিয়েছে বিসিবি। এবার টিকিটের দাম বাড়িয়েছে বিসিবি।

আগে সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ১০০ টাকা। এবার দাম বাড়িয়ে সর্বনিম্ন ২০০ টাকা করেছে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিট ৩০০ টাকা।

এছাড়া ক্লাব হাউস ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ডের টিকিট ১০০০ এবং গ্রান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ১৫০০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। আগামীকাল থেকে টিকিট কিনতে পারবেন দর্শকরা। অনলাইনে রেজিস্ট্রেশন করেও বেনা যাবে টিকিট।

আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের তিনটি ম্যাচ। বাংলাদেশ এরই মধ্যে এই সিরিজের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

আরও পড়ুন: এশিয়া কাপের দুর্বল ফাইনালেও হয়েছে ১৫টি রেকর্ড

ক্রিফোস্পোর্টস/১৮আগস্ট২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট