Connect with us
ক্রিকেট

এশিয়া কাপে হেরেও আইসিসি থেকে সুসংবাদ পেল বাবর আজমরা

crifosports Pakistan Rangking 1
এশিয়া কাপ থেকে খালি হাতে ফিরেও আইসিসি থেকে সুসংবাদ পেয়েছে পাকিস্তান (ছবি- ক্রিকইনফো)

দারুণ খেলেও এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। শ্রীলঙ্কার কাছে টানটান উত্তেজনার ম্যাচে হেরে সুপার ফোর থেকে বিদায় নিয়েছিলো বাবর আজমরা। খালি হাতে ফিরেও আইসিসি থেকে সুসংবাদ পেয়েছে দ্য ম্যান ইন গ্রিনরা। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আবারও এক নম্বরে উঠে এসেছে তারা।

আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে থেকে এশিয়া কাপ শুরু করেছিল পাকিস্তান। মাঝে ভারত ও শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় তিনে নেমে যায়। একে উঠে আসে অস্ট্রেলিয়া। দুইয়ে ওঠে ভারত। তবে মাত্র এক সপ্তাহ পর আবারও হারানো স্থান উদ্ধার করেছে পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকা সফরে দুটি ম্যাচ জিতে পাকিস্তানকে পেছনে ফেলে শীর্ষে উঠেছিল অস্ট্রেলিয়া। তবে কাল দক্ষিণ আফ্রিকার কাছে ১২২ রানে হেরে সিরিজ খোয়ানোয় তিনে নেমে গেছে অস্ট্রেলিয়া। ফলে শীর্ষস্থান ফিরে পেয়েছে পাকিস্তান। ভারত রয়েছে দুইয়ে।

আইসিসির হালনাগাদ র‌্যাংকিংয়ে চারে আছে দক্ষিণ আফ্রিকা আর পাঁচে ইংল্যান্ড। নিউজিল্যান্ড আছে ছয়ে। ৯৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে সাত নম্বর অবস্থানে। আটে শ্রীলঙ্কা, নয়ে আফগানিস্তান এবং এবারের বিশ্বকাপে জায়গা না পাওয়া ওয়েস্ট ইন্ডিজ আছে দশে।

আরও পড়ুন: নেইমারদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

ক্রিফোস্পোর্টস/১৮আগস্ট২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট