Connect with us
ক্রিকেট

ভারত সিরিজেও থাকছেন হাথুরুসিংহে? কি বলছে বিসিবি

Hathurusinghe_Bangladesh Team
ভারত সিরিজেও বাংলাদেশের কোচ থাকছেন হাথুরুসিংহে। ছবি- সংগৃহীত

পাকিস্তানের সিরিজের পরেই বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। কারণ শ্রীলঙ্কান এই কোচকে অনেক আগে থেকেই বরখাস্ত করার পক্ষে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ। তবে সিরিজ চলাকালীন সময়ে সময়ে এই ইস্যুতে কোনো সিদ্ধান্ত নিতে চায়নি বিসিবি।

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর দলের সঙ্গে দেশে ফিরেন হাথুরুসিংহেও। কথা ছিল, বাংলাদেশ দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন তিনি। যদিও ফারুখ আহমেদের সঙ্গে দেখা হয়নি তার। বর্তমানে অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে অবস্থান করছেন তিনি।

তবে পাকিস্তান সিরিজের পর হাথুরু ইস্যুটি আরো ঘোলাটে রূপ নেয়। গুঞ্জন ছিল, বোর্ড পরিচালকদের মধ্যে অনেকেই এখন হাথুরুসিংহেকে দায়িত্ব থেকে অপসারণের পক্ষে নন। কেননা ভারত সিরিজের আর দুই সপ্তাহও বাকী নেই। এই সময় কোচকে বরখাস্ত করা হলে ভারত সিরিজে এর নেতিবাচক প্রভাব পড়বে। তাই এখনই বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে না হাথুরুর।

আরও পড়ুন:

» বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্য দেবেন তামিম!

» সাকিবকে ঠিকমতো খেলতে দিলে দেশের জন্যই ভালো : সুজন 

আসন্ন ভারত সফরেও বাংলাদেশের দায়িত্বে থাকছেন হাথুরুসিংহে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

শনিবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই নব্য নিযুক্ত পরিচালক বলেন, হাথুরুসিংহে যথাসময়ে অস্ট্রেলিয়া থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন। এ নিয়ে কোনো শঙ্কা নেই।

ভারত সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে মিরপুরে অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। তবে টেস্ট দলের কয়েকজন এখনো বিশ্রামে আছেন। তারাও খুব শীঘ্রই অনুশীলন শুরু করবেন। আগামী ৯ সেপ্টেম্বর থেকে মিরপুরে অনুশীলন শুরু করবে পুরো দল। দেশের মাটিতে পুরোদমে প্রস্তুতি শেষে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/৭সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট