Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্য দেবেন তামিম!

Tamim will give commentary in the Bangladesh-India series!
ভারত সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেতে পারে তামিমকে। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের সঙ্গে নেই তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর কাগজে-কলমে অবসর ভেঙে ফিরলেও এখনো জাতীয় দলের হয়ে খেলা হয়নি এই ওপেনারের। পুনরায় তিনি জাতীয় দলে খেলবেন কিনা সেটিও অনিশ্চিত। তবে এরই মাঝে এক নতুন ভূমিকায় দেখা গেছে তাকে। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয়েছে এই তারকার।

গত ডিসেম্বরে মিরপুরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টে ধারাভাষ্য করেন তামিম ইকবাল। এবার গুঞ্জন উঠেছে আসন্ন ভারত সিরিজেও ধারাভাষ্যকার হিসেবে দেখা যেতে পারে তামিমকে।

দেশের একটি অনলাইন গণমাধ্যমের দাবি, ভারত সিরিজে ধারাভাষ্য দেবেন তামিম। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে এ নিয়ে সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টসের সঙ্গে তামিমের আলোচনা চলছে।

আরও পড়ুন:

» বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে শঙ্কা, যা বলছে বিসিবি

» সাকিবকে ঠিকমতো খেলতে দিলে দেশের জন্যই ভালো : সুজন 

ধারাভাষ্য দেয়ার প্রতি তামিমের আগ্রহ অনেক আগে থেকেই। নিউজিল্যান্ড সিরিজে ধারাভাষ্য দেয়ার পর এই ভূমিকায় নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন এই তারকা। তার আগে বিপিএলেও অতিথি হিসেবে ধারাভাষ্য দিয়েছেন তিনি। ক্রিকেটকে বিদায় জানানোর পর হয়ত ধারাভাষ্যকার হিসেবেই দেখা যেতে পারে বাংলাদেশের সাবেক অধিনায়কে।

ভারত সিরিজে বাংলাদেশ থেকে ধারাভাষ্যকার হিসেবে থাকতে পারেন আতহার আলী খান। তার সঙ্গে দেখা যেতে পারে তামিমকেও। এর আগে একসঙ্গে ধারাভাষ্য দিয়েছেন তারা।

Tamim Iqbal-Athar Ali Khan

একসঙ্গে ধারাভাষ্য দিচ্ছেন তামিম ইকবাল ও আতহার আলী খান। ছবি- সংগৃহীত 

উল্লেখ্য, দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফর করবে টাইগাররা। এরপর ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট এবং ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজে শেষে ৬ অক্টোবর গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এরপর ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় এবং ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/৭সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট