Connect with us
ক্রিকেট

সাকিবকে ঠিকমতো খেলতে দিলে দেশের জন্যই ভালো : সুজন

If Shakib plays properly, it will be good for Bangladesh_Sujon
সাকিবকে হয়রানি করলে দেশের ক্রিকেটের ক্ষতি হবে বলে মনে করেন সুজন। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দিয়েই সাকিব আল হাসানের উত্থান। দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় ধরে লাল-সবুজের জার্সিতে প্রতিনিধিত্ব করছেন এই অলরাউন্ডার। এই লম্বা সময়ে দেশের ক্রিকেটকে বিশ্ব দরবারে তুলে ধরতে বেশ অবদানও রেখেছেন তিনি। পেয়েছেন বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটারের তকমাও।

বাংলাদেশের ক্রিকেটে সাকিবের অবদান ভুলে যাওয়ার মতো নয়। দেশকে বড় কোনো শিরোপা এনে দিতে না পারলেও নিজের পারফরম্যান্সের মাধ্যমে দেশের মানুষকে আনন্দ দিয়েছেন, তরুণ ক্রিকেটারদের উৎসাহ জুগিয়েছেন। একইসঙ্গে দেশের অসংখ্য মানুষের ভালোবাসাও পেয়েছেন তিনি। কিন্তু রাজনীতিতে যোগ দিয়েই যেন নায়ক থেকে খলনায়ক হয়ে গেলেন এই তারকা।

চলতি বছর সাকিব আওয়ামী লীগের হয়ে মাগুরা-১ আসন থেকে নির্বাচন করে এমপি হন। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়। এরপর আর দেশে ফেরা হয়নি তার। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজও খেলেছেন দেশের বাইরে থেকেই।

আরও পড়ুন:

» অনিয়মের দায়ে দুই কোচের বিরুদ্ধে ব্যবস্থা নিল বিকেএসপি

» বর্ণবাদের অভিযোগে স্পেন থেকে বিশ্বকাপ সরানোর দাবি ভিনিসিয়ুসের 

তবে সম্প্রতি হত্যা মামলায় জড়িয়েছে তার নাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক গার্মেন্টস কর্মীর হত্যার নির্দেশদাতা হিসেবে তাকে আসামি করা হয়েছে। যদিও সেই সময়টাতে দেশের বাইরে ছিলেন সাকিব। তাই এ বিষয়ে ভালোভাবে তদন্ত হওয়ার আগ পর্যন্ত তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত নয়। তবে এই মামলার কারণে তাকে জাতীয় দল থেকে বাদ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নোটিশ পাঠানো হয়েছে।

সবমিলিয়ে বেশ ঝামেলার মধ্য দিয়েই যাচ্ছেন সাকিব। যার প্রভাব পড়ছে তার পারফরম্যান্সে। তবে এই বিপদের সময়ে তার পাশে রয়েছেন দলের সতীর্থরা। তাছাড়া বিসিবিও তার পাশে রয়েছে। তার অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত খেলা চালিয়ে যেতে বাধা নেই বলে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

তবে সাকিবকে ইচ্ছাকৃতভাবে হয়রানি করা হলে বাংলাদেশের ক্রিকেটরই বড় ক্ষতি হবে বলে মনে করেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের সাবেক অধিনায়কের মতে, সাকিবের অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তাকে হয়রানি না করে ঠিকমতো খেলতে দিলে দেশের ক্রিকেটের জন্যই ভালো হবে।

তিনি বলেন, ‘সাকিব অপরাধ করলে সেটার বিচার হবে। কিন্তু আমর জানি সে বিশ্বসেরা। সে যতদিন ফিট থাকবে, ততদিন ঠিকভাবে খেলা চালিয়ে যেতে পারলে বাংলাদেশের জন্যই ভালো। অন্যায়ভাবে তার ওপর যেন দোষ চাপিয়ে দেয়া না হয়। বেশিদিন হয়নি সে এমপি হয়েছিল। আর আন্দোলনের সময় সে ক্রিকেটই খেলেছে। এর মধ্যে তো জড়াতেই পারেনি।’

ক্রিফোস্পোর্টস/৭সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট