ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। সেই সূত্রে স্পেনের মাটিতে নিয়মিত খেলতে হয় তাকে। তবে সেখানে খেলতে গিয়েই বেশ অস্বস্তিতেই পড়তে হয় বলে জানালেন ভিনিসিয়ুস। স্পেনের দর্শকদের বর্ণবাদী আচরণ ঠিক না হলে সেই দেশ থেকে আসন্ন ২০৩০ বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেওয়ার দাবি জানান তিনি।
মূলত স্পেনের মাটিতে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় প্রতিপক্ষ দলের সমর্থকরা ভিনিসিয়ুসের গায়ের রং নিয়ে তাকে বিভিন্ন ভাবে কটাক্ষ করে। এর আগেও এমন অভিযোগ করেছিলেন তিনি। এই বিষয়ে তার সতীর্থাও তাকে সমর্থন দিয়ে আওয়াজ তুলেছিলেন বর্ণবাদের বিরুদ্ধে।
রিয়াল মাদ্রিদে খেলার অভিজ্ঞতা থেকে ভিনিসিয়ুস বলেছেন, ‘২০৩০ সালের মধ্যে প্রচুর উন্নতির সুযোগ আছে। আশা করব, স্পেনের মানুষ নিজেদের মানসিকতায় পরিবর্তন আনবেন। আশা করি তারা বুঝতে পারবেন, নিজেদের গায়ের রঙের জন্য অন্যদের অপমান করাটা গুরুতর অন্যায়।’
তবে এই উন্নতি না ঘটলে স্পেনে বিশ্বকাপ আয়োজনের বিষয়টি বিবেচনা করে দেখতে বলেন তিনি, ‘২০৩০ সালের মধ্যে এই ব্যাপারটার উন্নতি না হলে বিশ্বকাপের ম্যাচের জায়গা পরিবর্তন করা উচিত। বিভিন্ন দেশের ফুটবলারেরা স্পেনে স্বচ্ছন্দে খেলতে পারবে না। এখানে তাদেরও বর্ণবিদ্বেষের শিকার হতে হবে। তাতে জটিলতা তৈরি হতে পারে।’
এদিকে অবশ্য ভিনির রিয়াল সতীর্থ দানি কারভাহাল ভিন্নমত পোষণ করেছেন, ‘স্পেন কখনই বর্ণবাদী দেশ নয়। বিশ্বকাপের ম্যাচ আয়োজন থেকে স্পেনকে বঞ্চিত করা ঠিক হবে না।’ পরিস্থিতি উন্নতি হচ্ছে এবং যারা এধরনের আচরণ করেন, তাদের স্টেডিয়ামে প্রবেশে নিষিদ্ধ করা হবে বলেও জানান তিনি। এছাড়া মাদ্রিদের মেয়র মনে করে কিছু মানুষ দিয়ে সবাইকে বিচার করা দুঃখজনক।
প্রসঙ্গত, প্রথমবারের মতো তিনটি মহাদেশে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। ২০৩০ বিশ্বকাপে সব মিলিয়ে ছয় দেশে হবে খেলা। তবে মেজর এই টুর্নামেন্টের মূল আয়োজক স্পেন, মরক্কো ও পর্তুগাল। তবে একটি করে ম্যাচ খেলা হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে।
আরও পড়ুন: বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে জিতিয়ে যা বললেন রদ্রিগো
ক্রিফোস্পোর্টস/৭সেপ্টেম্বর২৪/এফএএস