Connect with us
ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটকে আচমকা বিদায় বললেন মঈন আলী

মঈন আলী। ছবি- ক্রিকইনফো

বেশ আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী। আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদায়ের এমন ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার।

ডেইলি মেইলকে মঈন বলেন, ‘আমার বয়স ৩৭ হয়ে গেছে এবং এই মাসে হতে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজের দলেও ডাক পাইনি। আমি ইংল্যান্ডের জন্য অনেক ক্রিকেট খেলেছি। তবে এখন নতুন প্রজন্মের সময়, যা আমাকেও ব্যাখ্যা করা হয়েছে। এরপরই অনুভব করলাম আমার কাজ সম্পন্ন হয়েছে, এখন বিদায়ের সময় এসেছে।’

তিনি আরও বলেন, ‘আমি খুবই গর্বিত। যখন আমি ইংল্যান্ডের হয়ে প্রথম খেলি, কী পরিমান ম্যাচ খেলতে পারব জানতাম না। তবে এখন প্রায় ৩০০ ম্যাচ খেলে ফেলেছি। শুরুর দিকে বেশিরভাগ টেস্ট ফরম্যাট থাকলেও পরে ইয়ন মরগান ওয়ানডেতে নিয়ে এলো। যেখানে অনেক আনন্দ পেয়েছি।’

লাল বলের ক্রিকেটকে নিজের পছন্দের ফরমেট উল্লেখ করে তিনি দলের ভাবনাকে সম্মান জানান, ‘তবে টেস্টই সবচেয়ে দারুণ ফরম্যাট। চাইলে এখনও ইংল্যান্ডের হয়ে খেলার জন্য চেষ্টা চালাতে পারতাম, তবে আমি বাস্তবতা জানি। বুঝতে পারছি ঠিকভাবে হচ্ছে না সবকিছু, যদিও আমি মনে করি খেলতে পারব। কিন্তু দলের পরিকল্পনা ভিন্ন।’ 

টেস্ট ক্রিকেটে অনেক আগেই অবসর নিয়েছিলেন মঈন আলী। তবে এর মাঝে গত বছর অ্যাশেজে দুই ম্যাচ খেলতে অবসর ভেঙে ফিরেছিলেন এই ক্রিকেটার। যদিও এরপর আবারও লাল বলে ক্রিকেটকে বিদায় বলে দেন তিনি। এবার জাতীয় দলের জার্সিতে সকল প্রকার ফরমেট থেকে সরে দাঁড়ালেন মঈন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই তারকা অলরাউন্ডার। এমনকি ভবিষ্যতে একজন দারুন কোচ হওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন মঈন আলী। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে পরাজয়ের ম্যাচ ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

প্রসঙ্গত, ২০১৪ সালে ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মঈন আলির। ইংলিশদের হয়ে ৬৮ টেস্ট, ১৩৮ ওয়ানডে এবং ৯২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ৮ সেঞ্চুরি ও ২৮ ফিফটিতে মোট ৬৬৭৮ রান করেছেন মঈন। এছাড়া বল হাতে তিনি শিকার করেছেন ৩৬৬ উইকেট।

আরও পড়ুন: ভুটানে সিরিজ জিততে চায় বাংলাদেশ, যেভাবে দেখবেন খেলা

ক্রিফোস্পোর্টস/৮সেপ্টেম্বর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট