Connect with us
ক্রিকেট

দুঃসংবাদ দিলেন হাসিমুখের পেসার হাসান মাহমুদ

Hasan Mahmud Dengue
পেসার হাসান মাহমুদের ফাইল ছবি (গুগল)

উইকেট পেলেও যিনি উদযাপন করেন না। ব্যাটারের কষ্টে হাসি লুকিয়ে রাখেন, সেই পেস বোলার হাসান মাহমুদ দিয়েছেন একটি দুঃসংবাদ। জ্বরের পর টেস্ট করায় রিপোর্টে জানা যায়, ডেঙ্গু পজিটিভ হয়েছেন হাসান মাহমুদ।

জানা যায়, গত কয়েক দিন জ্বরে ভুগছিলেন হাসান। আপাতত জ্বরের মাত্রা কিছুটা কমে। তবে শারীরিক অবস্থা বুঝতে রক্ত পরীক্ষা করানো হয়। ডেঙ্গু পজিটিভ এসেছে তার। তবে আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আজ আরও একবার রক্ত পরীক্ষা করানোর কথা থাকলেও কিছুটা সুস্থ বোধ করায় সেটি আর করানো হয়নি।

এশিয়া কাপ ও বিশ্বকাপের ক্যাম্টে মূল অনুশীলন শুরু হবে আগামী ৮ আগস্ট। তার আগে গতকাল থেকে চলছে রক্ত ও চক্ষু পরীক্ষা এবং ইসিজির মতো কিছু রুটিন মেডিকেল চেকআপ। এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি হাসান।

আরও পড়ুন: স্পেনকে গোলবন্যায় ভাসিয়ে দ্বিতীয় রাউন্ডে জাপান

ক্রিফোস্পোর্টস/১আগস্ট২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট