Connect with us
ক্রিকেট

কানাডায় দারুণ খেলে ম্যাচসেরা হয়েছেন লিটন কুমার

লিটনের হাফসেঞ্চুরি
অবশেষে ৪ ম্যাচ পরে ব্যাটে রানের দেখা পেয়েছেন লিটন। ছবি- সারে জাগুয়ার্স

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে চমৎকার ছন্দে ছিলেন লিটন কুমার দাস। বর্তমানে কানাডায় খেলছেন গ্লোবাল টি-টোয়েন্টি লীগ। তবে দেখা মিলছিলো না চিরচেনা লিটনের ব্যাটের সেই রানের ফোয়ারা ৷ অবশেষে ৪ ম্যাচ পরে রানের দেখা পেয়েছেন বাংলাদেশি এই ওপেনার। নিজের প্রথম অর্ধশতক হাঁকিয়ে দলকে এনে দিয়েছেন ৬ উইকেটের বিশাল ব্যবধানের জয়৷

ব্রাম্পটনে অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টির ১৮তম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ব্রাম্পটন উলভসকে ৯ উইকেটে ১২৮ রানেই আটকে দেয় লিটনের দল সারে জগুয়ার্স। ১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ২৮রানে ৩ উইকেট হারিয়ে ফেলে লিটনের দল সারে। তবে, বিপদ থেকে রক্ষা করেন লিটন কুমার দাস ও পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদ। চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়েন তারা।

এদিকে, শাহিদ আমজাদির বলে আউট হওয়ার আগে সমান ৩টি করে চার ও ছক্কা হাঁকান এই বাংলাদেশি ওপেনার। ৪৫ বলে ৫৯ রানের এই চোখধাঁধানো ইনিংস খেলেও দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। দলের যখন আর মাত্র ৯ রান প্রয়োজন তখনই আউট হয়ে যান তিনি। দলের ৬ উইকেটের ম্যাচ জেতানো পারফরম্যান্স এর মাধ্যমে ম্যাচসেরাও নির্বাচিত হয়েছেন লিটন কুমাস দাস।

আরও পড়ুন: বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মরক্কোর নারী ফুটবলার বেনজিনা

ক্রিফোস্পোর্টস/২আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট