
আরব ক্লাব চ্যাম্পিয়নস লিগের সোমবারের ম্যাচে হেডে গোল দিয়ে আল নাসেরের পক্ষে ২০২৩-২৪ মৌসুমের গোলের খাতা খুলেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। একই সাথে একটি রেকর্ডও করে ফেলেছেন তিনি! এই গোলের মাধ্যমে হেডে গোল করার নিরিখে সবার উপরে উঠে গিয়েছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।
ম্যাচে তিউনিশিয়ার ক্লাব মোনাস্তিরকে ৪-১ গোলে হারিয়েছে রোনালদোর দল। ম্যাচের ৭৩ মিনিটে ডান দিক থেকে ভাসানো ক্রসে শরীর শূন্যে ভাসিয়ে দারুন এক চোখধাঁধানো হেড করেন রোনালদো। গোলকিপার হাত বাড়ালেও রোনালদোর হেডের গতির কাছে পুরোপুরি পরাস্ত হন তিনি।
এই গোলের মাধ্যমেই আন্তর্জাতিক এবং ক্লাব ফুটবল মিলিয়ে হেড দিয়ে গোলের নিরিখে এখন সবার উপরে এই পর্তুগিজ সুপারস্টার। এর আগে যে রেকর্ড ছিলো জার্মানির গার্ড মুলারের৷ হেড দিয়ে ১৪৪টি গোল করেছিলেন তিনি। এদিকে সোমবার রাতে হেডের মাধ্যমে নিজের ১৪৫তম গোল করেছেন রোনালদো।
আরও পড়ুন: আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ক্রিফোস্পোর্টস/২আগস্ট২৩/এমএইচ
