Connect with us
ফুটবল

মায়ামিতে ভয়ঙ্কর মেসির আবারও জোড়া গোল

মেসির উদযাপন
দলকে রাউন্ড ষোলোয় নিতে জোড়া গোল দিয়ে এভাবেই উদযাপন করেন মেসি ছবি-গোল ডোট কম

যুক্তরাষ্ট্রের লিগস কাপের রাউন্ড অব ৩২-এ অরলান্ডো সিটির বিপক্ষে জোড়া গোল দিয়েছেন লিওনেল মেসি। অভিষেক ম্যাচে দারুণ এক ফ্রি-কিকে হইচই ফেলে দিয়েছিলেন ফুটবল দুনিয়ায়। গত ম্যাচের পরে আবারও জোড়া গোল দিয়ে দলকে এনে দিলেন ৩-১ গোলের বড় জয়। একই সাথে দলকে নিয়ে গিয়েছেন টুর্নামেন্টের শেষ ষোলোতে।

ম্যাচের শুরুর একাদশে নেমেই মেসি তার জাদু দেখানো শুরু করেন। গত ম্যাচে আটলান্টার বিপক্ষে জোড়া গোল করার পরে আবার আজকের ম্যাচেও জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার।

ম্যাচের ৭ম মিনিটেই প্রথম গোল পেয়ে যান মেসি। তবে মেসির প্রথম গোলের ঠিক ১০ মিনিট পরেই অর্থাৎ ১৭ মিনিটেই সমতায় ফিরে মেসির বিপক্ষ দল অরলান্ডো সিটি। সিজার আরাউজোর গোলে সমতা ফিরিয়ে আনে দলটি।

দ্বিতীয়ার্ধে স্পট কিক থেকে গোল করে মায়ামিকে আবার লিড এনে দেন জোসেফ মার্তিনেজ। ব্যবধান বড় করতে ম্যাচের ৭২ মিনিটে ব্যক্তিগত জোড়া গোল সম্পন্ন করেন মেসি। এর মাধ্যমেই মায়ামিতে ৩ ম্যাচে ৫ গোল করে ফেললেন এমএলটেন।

তবে, ম্যাচের নাটকীয়তা তখনো শেষ হয়নি। অতিরিক্ত সময়ে গিয়ে দারুন এক গোল করে বসেন অরলান্ডো সিটির সিজার অরাউজো। তবে, ভিএআর এর সাহায্য নিয়ে অফসাইডের ফাঁদে পরেন দলের আরেক খেলোয়াড় রামিরো এনরিকে। যার কারণে বাদ হয়ে যায় সিজার অরাউজোর গোলটি।

আরও পড়ুনঃ ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

ক্রিফোস্পোর্টস/৩আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল