Connect with us
ক্রিকেট

এবার সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে হার্শা ভোগলের টুইট

Harsha Bhogle and Tom moody in cricbuzz program
সাকিব-তামিম ইস্যু নিয়েও কথা বলেছেন হার্শা ভোগলে

ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে বরাবরই ক্রিকেটের সকল বিষয়ে সরব থাকেন। বাংলাদেশের ক্রিকেট এবং বিশেষ করে সাকিবের খেলা নিয়ে প্রায়ই মন্তব্য করেন তিনি। বর্তমান টক অফ দা টাউন সাকিব- তামিম ইস্যু নিয়েও কথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার রাতে ভোগলে তার অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) একাউন্টে লিখেছেন,’বাংলাদেশ এমন একটি দল, যারা সব সময়ই আবেগতাড়িত। বড় টুর্নামেন্টের (বিশ্বকাপ) আগে তাদের সবথেকে বড় দুই তারকা যেভাবে প্রকাশ্য-ঝগড়ায় লিপ্ত হয়েছে, সেটা মোটেও আদর্শ কিছু না।

সাকিব এবং তামিমের এই বর্তমান ইস্যু এখন দেশের গন্ডি পেরিয়ে বিশ্বব্যাপী সমালোচিত হচ্ছে।

প্রসঙ্গত এই আলোচনাগুলি সামনে আসে তামিমের বিশ্বকাপ দল থেকে বাদ পরা নিয়ে। এরপর তামিম এক ভিডিও বার্তায় জানান তাকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার জন্যই কিছু নোংরামি চলছিল। তাকে প্রথম ম্যাচ না খেলানো, নিচের দিকে খেলানো এসব নিয়ে নানা ধরনের কথা উঠলে তিনি বিশ্বকাপ দলে খেলবেন না বলে জানান।

এর প্রতিউত্তরে সাকিব আবার তামিমকে বাচ্চদের সাথে তুলনা দিয়ে বলেন, এগুলো শিশুদের মত আচরণ, আমার ব্যাট দিয়ে শুধু আমিই খেলব অনেকটা তেমন। দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলতে হতে পারে।

আরও পড়ুন: তামিমের ওই সিদ্ধান্ত অনেক বাজে সিচুয়েশন তৈরি করেছিল: সাকিব

ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৩/এমকে/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট