Connect with us
ক্রিকেট

তামিমের ওই সিদ্ধান্ত অনেক বাজে সিচুয়েশন তৈরি করেছিল: সাকিব

সাকিব-তামিম সম্পর্কের তিক্ততা যেন বেড়েই চলেছে। গতকাল বেসরকারি এক চ্যানেলকে দেয়া সাকিবের এক্সক্লুসিভ ইন্টারভিউ এর ২য় পর্ব প্রকাশিত হয়েছে। সেখানে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ হারের বিষয়ে প্রশ্ন আসলে সম্পূর্ণ দোষ তামিমের কাঁধে দেন সাকিব।

বাংলাদেশ ঘরের মাটিতে ওয়ানডে ফরমেটে ফেভারিট হলেও গত জুলাই মাসে আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ খেলার পরই তামিম হঠাৎ অবসরের ঘোষণা দেয়। এরপর দুই ম্যাচের জন্য দলের অধিনায়ক হন লিটন দাস। প্রথম দুটি ম্যাচ হারলেও সিরিজের শেষ ম্যাচটিতে জয় পায় বাংলাদেশ।

এ বিষয়ে সাকিব সরাসরি তামিমকে দোষারোপ করে বলেন, ‘সিরিজটা হারার পিছনে আমি কমপ্লিটলি একজনের দোষ দেখি-অধিনায়ক। আমাদের হাতে আরও দুটি ম্যাচ ছিল। আমরা শেষ ম্যাচে কামব্যাক করেছি, কিন্তু একটা ম্যাচ সময় লেগেছে আমাদের। সুতরাং আর কারও দায় না, পুরো সিরিজটার ব্লেম একজনের।’

অধিনায়ক মনে করেন, ‘হঠাৎ তামিমের সেই ক্যাপ্টেন্সি ছেড়ে দেয়ার সিদ্ধান্তটা অনেক বাজে সিচুয়েশন তৈরি করেছিল, এবং আমার মনে হয় সেটাই রিকোভার করতে এখনও সময় লাগছে।

এরপর তামিমের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তোলেন বিশ্বসেরা অলরাউন্ডার, ‘এরকম এর আগে কোথাও আমি অন্তত দেখিনি। বিশ্বের কোথাও দেখিনি যে সিরিজের এক ম্যাচ পরেই অধিনায়ক এসে আবেগী হয়ে বলে ফেলে, “আমি ভাই খেলব না আর ক্রিকেট”। আমার ধারণা, কোনো অধিনায়কের যদি দায়িত্ববোধ থাকত, সে এটা করতে পারত না।’

আরও পড়ুন: আমি ৫ ম্যাচের বেশি খেলব না কোথাও কাউকে বলিনি : তামিম

ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৩/এমকে/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট