Connect with us
ক্রিকেট

যে তিন দলকে বিশ্বকাপের সেমিফাইনালে দেখছেন মুরালি

world cup semifinal muralitharan

আর মাত্র সপ্তাহ খানেক পরই ক্রিকেট বিশ্বকাপ শুরু হচ্ছে। এর উত্তেজনায় কাঁপছে ক্রিকেটপ্রেমী দেশগুলি। সবাই নিজেদের পছন্দ এবং নানা সমীকরণ মিলিয়ে দেখছে কে হবে এবারের চ্যাম্পিয়ন। কিংবদন্তী লঙ্কান স্পিনার মুরালিও বাজি ধরেছেন তিন দল নিয়ে।

মুত্তিয়া মুরালিধরন সেমিফাইনালে তিন দলকে দেখছেন। তার মতে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সেমিফাইনালের দৌঁড়ে আছে এগিয়ে।

বিশ্বের সর্বকালের সেরা বোলারদের অন্যতম মুরালিধরন। সর্বাধিক উইকেট শিকারী র মধ্যেও শীর্ষে তিনি। টেস্টে ৮০০, ওয়ানডেতে ৫৩৪ উইকেট রয়েছে তার ঝুলিতে। বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে মাতিয়ে রেখেছেন দর্শকদের।

ভারত বিশ্বকাপের জন্য বর্তমানে সেখানে রয়েছেন মুরালি। তার বয়োপিক ‘৮০০’ প্রচারণাও করছেন। কলকাতার  একটি অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় এবারের সেমিফাইনালিস্ট কারা হবে তা নিয়ে।

উত্তরে তিনি বলেন, ঘরের মাঠে খেলছে বলে ভারতকে এগিয়ে রাখতেই হবে। এছাড়া ইংল্যান্ড খুব ভাল খেলছে। ওরাও বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার ক্ষমতা রাখে। আর বিশ্বকাপে কখনও অস্ট্রেলিয়াকে বাতিল করে দেওয়া যায় না।

চতুর্থ দল নিয়ে এই কিংবদন্তী স্পিনার বলেন, চতুর্থ দল কে হবে সেটা সময় বলে দিবে। অনেক দলই ক্ষমতা রাখে। তবে শ্রীলঙ্কাকে সেমিফাইনালে উঠতে হলে অনেক পরিশ্রম করতে হবে।

নিজ দল শ্রীলঙ্কাকে নিয়ে মুরালি জানান, তার দলে একাধিক তরুণ আছে। সাথে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটাররাও রয়েছে। তারা নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারলে শেষ চারে যেতে পারবে।

আরও পড়ুন: এবার সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে হার্শা ভোগলের টুইট

ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৩/এমকে/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট