Connect with us
ফুটবল

আরো একটি আসরে দেখা যাবে না হালান্ডকে

আরো একটি আসরে দেখা যাবে না হালান্ডকে

ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত সময় পার করছেন আর্লিং হালান্ড। ক্লাব ফুটবলে সর্বদাই দাপিয়ে বেড়ান এই নরওয়ের ফুটবলার। তবে জাতীয় দলের হিসাব আসলেই যেন মলিন হয়ে যায় তার পারফরম্যান্স। নিজ দেশকে বড় আসরের তুলতে ব্যর্থ হচ্ছেন বারবার। গতকাল স্কটল্যান্ডের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে আসন্ন ইউরো খেলার মর্যাদা হারিয়েছে নরওয়ে।

সরাসরি ইউরোতে অংশ নেওয়ার সুযোগ আগেই মিলিয়ে গিয়েছিল নরওয়ের। গত ১৫ অক্টোবর তারিখে স্পেনের বিপক্ষে হারের পর নিশ্চিত হয়ে যায় সরাসরি ইউরোর টিকিট পাচ্ছে না দলটি। তবে আশা ছিল প্লে-অফ খেলে সুযোগ পাওয়ার।

তবে এবার স্কটল্যান্ডের সাথে ড্র এর পর নিশ্চিত হয়ে গেল জার্মানিতে হতে যাওয়া এই মর্যাদার আসরে থাকছে না আর্লিং হালান্ডরা। এই নিয়ে টানা তৃতীয় বারের মতো নিজ দেশকে বড় আসরে তুলতে ব্যর্থ হলেন হালান্ড। যদিও শেষ ম্যাচে স্কোয়াডে ছিলেন না তিনি।

এর আগে ২০২১ ইউরো আসরেও খেলার সুযোগ পায়নি নরওয়ে। কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপেও দেখা যায়নি ক্লাব ফুটবল মাতানো আর্লিং হালালকে। এবার ২০২৪ সালে হতে যাওয়া ইউরোতেও দেখা যাবে না তাকে।

এতে প্রশ্ন উঠছে জাতীয় দলের হয়ে হালান্ডের অঙ্গীকার নিয়ে। দেশের হয়ে ব্যর্থ হলেও ক্লাব ফুটবলে তিনি উজ্জীবিত। সিটির হয়ে খেলা শেষ ৬ ম্যাচে করেছেন ৯টি গোল।

আরও পড়ুন: আবারও ব্রাজিল-আর্জেন্টিনা হাইভোল্টেজ দ্বৈরথ, দেখে নিন পরিসংখ্যান

ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল