Connect with us
ফুটবল

আবারও ব্রাজিল-আর্জেন্টিনা হাইভোল্টেজ দ্বৈরথ, দেখে নিন পরিসংখ্যান

ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ ছাপিয়ে যায় বিশ্বের যেকোনো দ্বৈরথকে। কোটি সমর্থক প্রতীক্ষায় থাকে দুই পরাশক্তির এল ক্লাসিকো উপভোগ করার জন্য। সেই সুযোগ আবারও পেয়ে যাচ্ছেন ফুটবল প্রেমীরা। আগামীকাল লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

বুধবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় ব্রাজিলের ঘরে বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। এর আগে যখন দুই দল মুখোমুখি হয়েছিল তা পেরিয়েছে দুই বছর। শেষ পাঁচ দেখায় দু’দলের রয়েছে সমান দুটি করে জয় ও একটি ড্র।

তবে এবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াই হবে যে মাঠে, সে মাঠ ঘিরে রয়েছে দু’দলেরই আবেগ ও দুঃখগাঁথা স্মৃতি। এই মারাকানা স্টেডিয়ামেই ২০১৪ সালে জার্মানির বিপক্ষে রয়েছে ব্রাজিলের ৭-১ গোলের বেদনাদায়ক স্মৃতি। এর আগে ১৯৫০ বিশ্বকাপে এই মাঠে উরুগুয়ে বিপক্ষে হারের ক্ষত এখনো পোড়ায় প্রবীণ সমর্থকদের।

এছাড়াও ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা লড়াইয়ে হেরে গিয়েছিল ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনারও মনে থাকবে এই মাঠেই ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে পরাজয়।

এত কিছুর পরেও ঘরের মাঠের দুর্গ নিয়েই আত্মবিশ্বাসী থাকতে পারে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ঘরের মাঠে ৬৪ ম্যাচ খেলে কখনো পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করতে হয়নি সেলেসাওদের। ১৩টি ড্রয়ের পাশাপাশি ঝুলিতে আছে ৫১টি জয়। তবে এবার ব্রাজিলের সেই দুর্গ ভাঙতে চাইবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

ঘরের মাঠে পরিসংখ্যান যাই বলুক কিছুটা হলেও চাপে থাকবে ব্রাজিল। ইনজুরির কারণে আগেই দল থেকে বাদ পড়েছেন নেইমার, ছিটকে গেছেন ভিনিসিয়ুস জুনিয়রও। আবার শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে হেরের সেই চাপ আরও বাড়িয়েছে ফার্নান্দো দিনিজের শিষ্যরা।

একই দিন হারের মুখ দেখেছিল আর্জেন্টিনাও। কাতার বিশ্বকাপ পরবর্তী টানা ১৪ ম্যাচ জয়ের পর উরুগুয়ের বিপক্ষে ম্যাচ হারে আলবিসেলেস্তেরা। ব্রাজিলের বিপক্ষে জয় দিয়ে পুনরায় জয়ের ধারায় ফিরতে চাইবে আর্জেন্টিনা।

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত নিজেদের খেলা ৫ ম্যাচের ৪ টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। অপরদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ২ জয় ও ২ হার নিয়ে টেবিলের পঞ্চম অবস্থানে ব্রাজিল। ঘরেরর মাঠে আর্জেন্টিনাকে ঘায়েল করে বিশ্বকাপ বাছাইয়ের দৌড়ে এগিয়ে যেতে চাইবে সেলেসাওরা।

আরও পড়ুন: নিলামে মেসির বিশ্বকাপজয়ী জার্সি

ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল