Connect with us
ফুটবল

স্বাধীনতা কাপের ড্র অনুষ্ঠিত, কে কোন গ্রুপে?

ছবি- গুগল

স্বাধীনতা কাপের ১৩ তম আসরের ড্র অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে বাফুফের একটি ভবনে এই ড্র অনুষ্ঠিত হয়। ১৩ টি দলের অংশগ্রহণে মাঠে গড়াবে এবারের আসরটি। 

চলতি মাসের শেষ দিকেই শুরু হতে যাচ্ছে স্বাধীনতা কাপের ২০২৩-২৪ মৌসুম। আর এই আসরকে সামনে রেখে আজকে অনুষ্ঠিত হওয়ার ড্র তে চারটি গ্রুপ করা হয়েছে। যেখানে প্রতিটি গ্রুপে তিনটি করে দল থাকলেও একটি গ্রুপে রয়েছে চারটি দল।

গ্রুপ ‘এ’ – শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, বাংলাদেশ পুলিশ এফসি।

গ্রুপ ‘বি’ – ঢাকা আবাহনী লিমিটেড, শেখ রাসেল, বাংলাদেশ বিমান বাহিনী, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

গ্রুপ ‘সি’- মোহামেডান স্পোর্টিং ক্লাব, ফর্টিস এফসি, বাংলাদেশ সেনাবাহিনী।

গ্রুপ ‘ডি’ – বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ নৌ বাহিনী।

আগামী ২৭ অক্টোবর মাঠে গড়াবে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ। ম্যাচগুলো বসুন্ধরার কিংস অ্যারেনা, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি এবং মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে.মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: প্রোটিয়াদের বিপক্ষে একাদশে ফিরছেন সাকিব?

ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৩/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল