Connect with us
ফুটবল

বদলী নেমে বার্সেলোনাকে জেতালেন ১৭ বছরের গিইউ

crifo Barselona
গোলের পর উল্লাসে মেতে ওঠেন ১৭ বছরের মার্ক গিইউ। ছবি- গেটি ইমেজ

অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় জয়ে ফিরেছে বার্সেলোনা। ৭৯ মিনিটে ফেরমিন লোপেসের বদলি নেমে ১৭ বছরের মার্ক গিইউ জয়সূচক গোলটি করেন। এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠেছে ডিফেন্ডিং লিগ চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে বিলবাওয়ের বিপক্ষে বল দখলে আধিপত্য নিয়েই খেলা শুরু করে বার্সা। চতুর্দশ মিনিটে লোপেসের শট ফেরান বিলবাও গোলরক্ষক। ছয় মিনিট পর জোয়াও ফেলিক্সের শটও ফাঁকি দিতে পারেনি উনাই সিমোনকে। বার্সার গোলরক্ষক টের স্টেগেনকে পরীক্ষায় ফেলেন বিলবাওয়ের ইনাকি উইলিয়ামস, দানি ভিভিয়ান ও দানি গার্সিয়া।

প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুটাও আক্রমণাত্মক হয় বার্সার। ফেররান তরেসের হেড লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ফেলিক্স, লোপেস, লামিনে ইয়ামাল, কানসেলোর প্রচেষ্টাগুলো ব্যর্থ করে দেন গোলরক্ষক সিমোন। অবশেষে ৮০ মিনিটে সিমোনের বিশ্বস্ত দেওয়াল গুঁড়িয়ে দেন গিইউ। এক মিনিট আগে লোপেসের বদলি নামা এই তরুণ স্প্যানিশ স্ট্রাইকার ফেলিক্সের থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন।

১০ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে এক পয়েন্ট পেছনে ফেলে লিগ টেবিলের তিন উঠেছে বার্সা। এক পয়েন্ট বেশি নিয়ে রিয়াল মাদ্রিদ শীর্ষে, জিরোনা দুইয়ে রয়েছে।

আরও পড়ুন: কোহলির সেঞ্চুরি মিস হলেও হারেনি ভারত, পয়েন্ট টেবিলে শীর্ষে

ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল