Connect with us
ফুটবল

রোনালদোতেই শেষ রক্ষা আল-নাসরের

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি- গুগল

৩৮ বছর বয়সেও যেন সেই যুবক রোনালদো। দেশ কিংবা ক্লাব সব জায়গাতেই সমান তালে পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্লাব ফুটবলে এসেও বজায় রেখেছেন সেই ধারাবাহিকতা। আল-নাসরের হয়ে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন তিনি।

গতকাল (২৪ অক্টোবর) রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল দুহাইলের বিপক্ষে ৪-৩ গোলের ব্যবধানে জয় তুলে নেয় আল-নাসের। এই জয়ের রাতে ২ গোল ও ১ আ্যাসিস্ট করেন রোনালদো।

রিয়াদের আল আওয়াল পার্কে ম্যাচ শুরুর ২৫ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক আল-নাসর। রোনালদোর বাড়ানো বল জালে পাঠান এন্ডারসন টেলিসকা। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোন দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই সাদিও মানের গোলে লিড ডাবল করে নেয় আল-নাসের।

ম্যাচের ৬১তম মিনিটে ডি বক্সের বাহিরে থেকে একটি দুর্দান্ত শট করে দলকে ৩-০ তে এগিয়ে দেন রোনালদো। কিন্তু এরপরই শুরু হয় বিপর্যয়। পাঁচ মিনিটের ব্যবধানে ২ গোল হজম করে রোনালদোরা। তবে ৮১তম মিনিটে আবারও গোল করে দলকে চালকের আসনে ফিরিয়ে আনেন রোনালদো। তার চার মিনিট পরই আবারো গোল খেয়ে বসে আল-নাসের। টান টান উত্তেজনায় শেষ পর্যন্ত ৪-৩ গোলে ভয় পেয়ে শেষ রক্ষা হয় আল-নাসরের।

এই জয় নিয়ে এফসি কাপে টানা তিন জয় তাদের। গ্রুপ “ই” এ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে রোনালদোর দল।

আল-নাসরের হয়ে ২০২৩-২৪ মৌসুমটা দুর্দান্ত কাটছে রোনালদোর। একের পর এক জয় নিয়ে শেষ ১৩ ম্যাচে অপরাজিত রোনালদোরা। আর এর পেছনে অনেকটাই অবদান রেখেছেন রোনালদো। ৯ ম্যাচ খেলে ১১ গোল ৫ আ্যাসিস্ট করেছেন তিনি।

আরও পড়ুন: পয়েন্ট টেবিলের মাঝামাঝি থেকে বিশ্বকাপ শেষ করতে চান সাকিব

ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৩/এমটি/জেএস/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল