Connect with us
ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় বার্সেলোনার

গোলের পর লোপেজের উল্লাস।। ছবি- গোল ডটকম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে টানা তৃতীয় জয় পেয়েছে বার্সেলোনা। ফেরান টরেস ও ফারমিন লোপেজ জাদুতে শাখতারকে ২-১ গোলে পরাজিত করেছে কাতালান জায়ান্টরা।

বার্সেলোনার অলিম্পিক লুইস স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সেলোনা। তবে অনেকগুলো অ্যাটাক করেও প্রথমার্ধের ২৭ মিনিট পর্যন্ত প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে বল জালে জড়াতে পারেনি বার্সেলোনা। তবে ২৮তম মিনিটে ফারমিন লোপেজের নেওয়া শট গোলপোস্টে লেগে চলে আসলে ফিরতি বল জালে পাঠান ফেরান টরেস। এগিয়ে যায় বার্সেলোনা।

আট মিনিটের ব্যবধানে আরেকটি গোল হজম করে শাখতার। প্রথম গোলে আ্যাসিস্ট পাওয়া ফারমিনকে এবার আ্যাসিস্ট করেন ফেরান টরেস। ফেরান টরেসের বাড়ানো বলে বক্সের বাইরে থেকে একটি দুর্দান্ত শট নিয়ে গোল করেন ফারমিন। শাখতার বল দখলে ভালো পজিশন ধরে রাখলেও প্রথমার্ধে কোন গোলের দেখা পায়নি। ২-০ তে পিছিয়ে থেকেই শেষ করে প্রথমার্ধ।

ম্যাচে ফিরতে মরিয়া শাখতার দ্বিতীয়ার্ধের ৬২ তম মিনিটে ব্যবধান কমিয়ে আনে। জর্জি সুদাকভের গোলে ব্যবধান ২-১ করে তারা। এরপর উভয় দলই গোল করার জন্য আক্রমণ করতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত আর জালে জড়ায়নি কোন বল। ২-১ গোলে জয় পায় কাতালনরা।

এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গুপ এইচ- এর শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা।

আরও পড়ুন: বিশ্বকাপের মাঝপথে কেন ঢাকায় সাকিব?

ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৩/এমটি/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল