Connect with us
ক্রিকেট

প্রোটিয়াদের বিপক্ষে একাদশে ফিরছেন সাকিব?

সাকিব আল হাসান। ছবি- গুগল

বাংলাদেশ ক্রিকেটের জান-প্রাণ বলা হয় সাকিব আল হাসানকে। দলে তার অনুপস্থিতি অনেকটাই ভোগায় বাংলাদেশকে। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি তিনি। যা অনেকটাই ভুগিয়েছে দলকে। তবে বাংলাদেশ দলের সামনে এবার প্রোটিয়া পরীক্ষা। এই পরীক্ষায় দলে সাকিবকে ফিরে পেতে আশাবাদী সবাই।

ভারত বিশ্বকাপটা জয় দিয়ে শুরু করলেও পরের ম্যাচগুলোতেই থমকে যায় বাংলাদেশ দল। একের পর এক নতুন চ্যালেঞ্জ আর সবগুলোতেই ব্যর্থ তারা। তবে বাংলাদেশের সামনে আরো একটি বড় চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকা যারা এই বিশ্বকাপে খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আর সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয় ছাড়া অন্য কোন বিকল্প নেই সাকিবদের।
তাই তাদের বিপক্ষে জয় পাওয়াটাও খুব জরুরি।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে সর্বশেষ দশ দেখায় সমান জয় ও সমান হার বাংলাদেশের। ওয়ানডে বিশ্বকাপের সর্বশেষ দেখায় জয় পেয়েছিল বাংলাদেশ। তবে এবারের আসরে একটি ভিন্ন এবং আরো বেশি শক্তিশালী দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে বাংলাদেশ। তাই তাদের হারানোটা হবে অনেকটাই কঠিন।

মুম্বাইয়ের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতে বাংলাদেশের একাদশে দু-একটি পরিবর্তন থাকতে পারে। ইনজুরির কারণে ভারতের সঙ্গে খেলতে পারেননি তাসকিনও। তবে তাসকিন একাদশে না ফিরলেও সাকিবের ফেরার সম্ভাবনা অনেক বেশি।

সাকিবের একাদশে ফেরার ব্যাপারে ইঙ্গিতও তো দিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার রাবীদ ইমাম।

বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পাঁচটি ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করা প্লেয়ারদের মধ্যে একজন হচ্ছেন সাকিব আল হাসান। আর ২০১১ সালের পর এবার দ্বিতীয়বারের মতো অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের দলে থাকাটা বাড়তি সুবিধা দেবে বাংলাদেশকে।

আরও পড়ুন: স্ত্রীর কাছ থেকে নতুন উপাধি পেলেন কোহলি

ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৩/এমটি/জেএস/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট