Connect with us
ক্রিকেট

কম পয়েন্ট নিয়েও যেভাবে ভারত-পাকিস্তানের ওপরে বাংলাদেশ

Bangladesh Test
কম পয়েন্ট নিয়েও টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তানের ওপরে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

সেঞ্চুরিয়ান টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে ভারতের হারের দুই দিন বাদেই মেলবোর্নে অজিদের বিপক্ষে পরাজয়ের স্বাদ গ্রহণ করল পাকিস্তান। স্লো ওভার রেটের কারণে পয়েন্টও কাটা যায় ভারতের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা সেই দুই ম্যাচে ভারত-পাকিস্তানের হারে পয়েন্ট টেবিলে কিছুটা স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। কম পয়েন্ট নিয়েও তালিকায় ওপরের দিকে আছে টাইগাররা।

ভারত-পাকিস্তানের হারের পর বাংলাদেশের পয়েন্টে কোন পরিবর্তন না হলেও দুই ধাপ এগিয়েছে টাইগাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের খেলা দুই ম্যাচে এক জয় ও এক হারে ১২ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। ৫ম স্থানে থাকা পাকিস্তান চার ম্যাচ খেলে পয়েন্ট পেয়েছে ২২ এবং এক ধাপ পেছনে থাকা ভারতের পয়েন্ট তিন ম্যাচে ১৪। আবার বাংলাদেশের সমান ১২ পয়েন্ট নিয়েই তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

পয়েন্ট টেবিলে এমন তারতম্যের কারণ– মূলত তালিকায় পয়েন্ট দিয়ে অবস্থান নির্ধারণ করা হয় না; বরং পয়েন্ট শতাংশ দ্বারা করা হয়। তবে গত টেস্ট চ্যাম্পিয়নশিপেও কেবল পয়েন্ট দিয়ে অবস্থান নির্ধারণ করা হতো। এতে করে দেখা যেত যে সকল দল বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে তাদের পয়েন্ট সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। যেহেতু একটি চক্রে সকল দল সমসংখ্যক ম্যাচ খেলার সুযোগ পায় না। তাই পয়েন্টের হিসাব করলে তা যথাযোগ্য ফলাফল প্রকাশ করে না।

অপরদিকে পয়েন্টের শতাংশ নির্ধারণের ক্ষেত্রে নির্ণয় করা হয়, একটি দলের জন্য কত পয়েন্ট অর্জন করা সম্ভব হতো এবং সেই তুলনায় কি পরিমাণ পয়েন্ট সেই দল সংগ্রহ করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের পয়েন্টের হিসাব করলে দেখা যায় দুই ম্যাচ খেলে বাংলাদেশের সর্বোচ্চ ২৪ পয়েন্ট অর্জন করা সম্ভব ছিল। তবে এক হারের কারণে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় ১২; যা সম্ভাব্য পয়েন্টের অর্ধেক অথবা ৫০ শতাংশ।

অপরদিকে ভারতের ৩ ম্যাচ খেলে সর্বোচ্চ ৩৬ পয়েন্ট অর্জন করা সম্ভব ছিল। তবে তারা এক জয় ও এক ড্র তে কেবল ১৪ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়; যা তাদের সম্ভাব্য পয়েন্টের ৩৮.৮৯ শতাংশ। একইভাবে দক্ষিণ আফ্রিকা কেবল একটি ম্যাচ খেলেছে, যেটি তারা জয় করে নিয়েছে। এতে করে তারা সম্ভাব্য পূর্ণ পয়েন্ট অর্জন করে ১০০ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে। এই নিয়ম অনুযায়ী বেশি ম্যাচ খেলে অতিরিক্ত সুবিধা অর্জন করা সম্ভব নয়।

আরও পড়ুন: সাকিব নাকি শান্ত, ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কে?

ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট