Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে বড় লক্ষ্য দিল ইংল্যান্ড

bangladesh vs england
বাংলাদেশ বনাম ইংল্যান্ড। ছবি- ক্রিকইনফো

ভারতের ধর্মশালায় আফগানদের হারিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করা বাংলাদেশকে এবার চ্যালঞ্জের মুখে ফেলল ইংল্যান্ড। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে চ্যাম্পিয়ন ইংল্যান্ড ৩৬৫ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশের সামনে।

ডেভিড মালান ঝড়ে বড় স্কোর গড়ে ইংলিশরা। মালানের সেঞ্চুরি আর জো রুটের হাফ সেঞ্চুরিতে ভর করে ৩৬৪ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড।

মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রানে থামে ইংলিশদের রানের চাকা।

দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেছেন মালান। এছাড়া বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়েছেন মেহেদী।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৩৬৪/৯ (৫০)
টার্গেট: ৩৬৫ (৫০)

২০১১ ও ২০১৫ এর স্মৃতিকে সামনে রেখে বাংলাদেশের একাদশে আজও মাহমুদউল্লাহ রিয়াদকে দেখা যাবে বলে অনেকেই আশা করেছিলেন। কিন্তু না, আজ বাংলাদেশের একাদশে রিয়াদকে দেখা যায়নি। এসেছেন শেখ মাহেদী হাসান। ইংল্যান্ড দলও তাদের স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে স্পিনার মঈন আলীর জায়গায় দলে ঢুকেছেন পেসার রিস টপলি।

বাংলাদেশ একাদশ:
তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব, মিরাজ, মুশফিক, তাওহীদ হৃদয়, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ:
ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, স্যাম কারান, আদিল রশিদ, মার্ক উড ও রিস টপলি।

আরও পড়ুন: ১২৮ বছর পর আবারও অলিম্পিক গেমসে আসছে ক্রিকেট

ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট