Connect with us
ক্রিকেট

তবে কি উইকেট চিনতে ভুল করেছে বাংলাদেশ?

১২১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ
১২১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে রাজত্ব করেছিলো স্পিনাররা। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আজকের (মঙ্গলবার) ম্যাচও সেই একই ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে। তাই ধারণা করা হচ্ছিলো আজও স্পিন সহায়ক উইকেটই হবে।

বেলা ১১ টায় শুরু হওয়া ম্যাচে শুরুতেই টসে জিতে বোলিং নেয় বাংলাদেশ। একই ভেন্যুতে স্পিন সহায়ক উইকেট পাওয়ায় আজকে মাহমুদউল্লাহর জায়গায় দলে নেওয়া হয় স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে। শেখ মেহেদী দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিলেও ইংলিশরা ততক্ষণে বাংলাদেশের জন্য ৩৬৫ রানের লক্ষ্য দাঁড় করিয়ে ফেলে।

ব্যাটিং এ নেমে শুরু থেকেই ইংলিশ ব্যাটসম্যানরা ছিলেন মারমুখী ভূমিকায়। সময়ের সঙ্গে সঙ্গে তাদের ব্যাটের ধার যেন আরও বেড়েছে। জনি বেয়ারস্টো হাফ সেঞ্চুরি করে থামলেও জোর রুট এবং ডেভিড মালান তান্ডব চালিয়েছে বাংলাদেশের বোলিং ইউনিটের উপর দিয়ে। রুট ৬৮ বলে ৮২ এবং ডেভিড মালান ১০৭ বলে ১৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন।

শেষের দিকে মেহেদী-শরীফুলদের নিয়ন্ত্রিত বোলিং এ ৩৬৪ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। শেষ ১০ ওভারে ৬৬ রান দিয়ে ৬ উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। কিন্তু ততক্ষণে বড় রানের লক্ষ্য দাঁড় করিয়ে ফেলেছে জো রুট-ডেভিড মালানরা।

ম্যাচের আগের দিনই ধর্মশালার উইকেটের প্রতি তীক্ষ্ণ নজর ছিল হাথুরুসিংহে এবং সাকিবের। উইকেটের ধরণ বুঝতে তারা বারবার উইকেট দেখছিলেন। স্পিন সহায়ক উইকেটের আশায় মাহমুদুল্লাহকে বসিয়ে বাংলাদেশ স্পিন অলরাউন্ডার শেখ মেহেদীকে নেয়। অন্য দিকে ইংল্যান্ড তাদের নিয়মিত স্পিন অলরাউন্ডার মঈন আলীকে ডাগআউটে রেখে অতিরিক্ত পেস বোলার রিস টপলিকে সুযোগ দেয়।

বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইতোমধ্যেই ১২১ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে। এর মধ্যে ৩ জনই রিস টপলির শিকার। বলতে গেলে একাই বাংলাদেশের টপ অর্ডার ধ্বসিয়ে দিয়েছেন।

তাহলে কি ভুল পরিকল্পনার জন্যই টাইগারদের এই অবস্থা! নাকি উইকেট চিনতেই ভুল করেছিল বাংলাদেশ?

আরও পড়ুন: ভারত ছাড়তে হলো পাকিস্তানি উপস্থাপিকা জয়নবকে!

ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট