Connect with us
হকি

যে অভিযোগ দিয়ে পাকিস্তানের দায়িত্ব ছাড়লেন ডাচ কোচ

পাকিস্তান পুরুষ হকি দলের কোচ সেইগফ্রেড আইকমান। (ছবি-গুগল)

অপ্রিয় কিছু সত্য জানিয়ে পাকিস্তান পুরুষ হকি দলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন কোচ সেইগফ্রেড আইকমান। দেশটির সংবাদমাধ্যমে বলা হয়, দীর্ঘ দিন বেতন না পাওয়ার কারণে পদত্যাগ করেছেন ডাচ এই কোচ। গত এক বছর ধরে বেতন পাচ্ছিলেন না তিনি।

জানা গেছে, পাক স্পোর্টস বোর্ডের মহাপরিচালক থেকে শুরু করে মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত এ বিষয়ে যোগাযোগ করেছিলেন কোচ সেইগফ্রেড আইকমান। তবুও কোনো কাজ হয়নি। তাই শেষ পর্যন্ত পাকিস্তানকে বিদায় বলে দিয়েছেন ডাচ এ কোচ।

কোচ সেইগফ্রেড দাবি করে বলেন, আমাকে অনেকগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এর কিছুই পূরণ করা হয়নি। আমি তাদের যে কথা দিয়েছি, তা পূরণ করতে চেয়েছিলাম। কিন্তু আর সম্ভব নয়, এখন সময় সামনে তাকানোর।

জানা গেছে, দেশটির হকি কোচের বেতন পাকিস্তান স্পোর্টস বোর্ড থেকে দেওয়া হয়। কিন্তু ফেডারেশনের সঙ্গে বোর্ডের দ্বন্দ্বের ফলে কোচের বেতন দীর্ঘ দিন আটকে ছিল।

দেশটির সংবাদ মাধ্যমে ফেডারেশনের কর্তারা দাবি করেন, স্পোর্টস বোর্ডকে কোচের বেতনের বিষয়ে অনেকবার জানানো হলেও তারা এ নিয়ে কোনো কর্ণপাত করেনি।

উল্লেখ, এই কোচের অধীনেই ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক খেলেছিল জাপান। এছাড়া ২০১৮ সালে তার অধীনেই এশিয়ান গেমসের শিরোপা জিতে নেয় জাপান। এমন একজন কোচ অসম্মানিত হলেন পাকিস্তানে।

আরও পড়ুন: প্রীতি ম্যাচ খেলতে মেসিরা এখন এশিয়ায়

ক্রিফোস্পোর্টস/১৯মে২০২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in হকি