Connect with us
হকি

এশিয়া কাপ খেলতে ওমান গেল বাংলাদেশ হকি দল

বাংলাদেশ হকি দলের ফাইল ছবি (গুগল থেকে নেয়া)

মেন্স হকি জুনিয়র এশিয়া কাপে অংশ নিতে ওমানে গেছে বাংলাদেশ হকি দল। দেশটির সালালাহ শহরে আগামী ২৩ মে শুরু হবে মেন্স হকি জুনিয়র এশিয়া কাপের ১০তম আসর। আগামী ১ জুন এবারের আসরের পর্দা নামবে।

গত ১৭ মে মধ্যরাতে ভারত থেকে রওনা দেন কোচ মামুন উর রশিদের শিষ্যরা। বৃহস্পতিবার ওমানের উদ্দেশে ভারত ছেড়ে দুপুরেই দেশটিতে পা রাখেন তারা। ওমানে বেশ চনমনে রয়েছেন প্রিন্স-জাহিদরা।

বাংলাদেশ হকি দলের ফরোয়ার্ড জাহিদ হোসেন বলেন, আমরা সবাই এখানে সুস্থ ও ভালো আছি। বর্তমানে ওমানের মাস্কটে আছি। রাতের মধ্যেই সালালাহ শহরে পৌঁছে যাব।

আরও পড়ুন: ইউরোপে আম্পায়ারিংয়ের ডাক পেয়েছে বাংলাদেশের লাকী

ক্রিফোস্পোর্টস/১৯মে২০২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in হকি