Connect with us
হকি

ইউরোপে আম্পায়ারিংয়ের ডাক পেয়েছে বাংলাদেশের লাকী

আম্পায়ার সেলিক লাকী

এবারই প্রথম ইউরোপের কোনো হকি টুর্নামেন্ট আম্পায়ারিংয়ের জন্য বাংলাদেশের আম্পায়ারকে আমন্ত্রণ জানানো হয়েছে। বলছি হকির আন্তর্জাতিক আম্পায়ার সেলিম লাকী।

জার্মানির ডুসেলডর্ফে অ-২১ চার জাতির টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগামী ১৮-২৩ আগস্ট। আসরটিতে স্বাগতিক জার্মানি, স্পেন ও ইংল্যান্ডের সঙ্গে ভারতও অংশগ্রহণ করবে। সেখেনে লাকীকে নিরোপেক্ষ আম্পায়ার হিসেবে আমন্ত্রণ জানিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন।

আন্তর্জাতিক হকি ফেডারেশন আজ সেলিম লাকী এবং বাংলাদেশ হকি ফেডারেশনকে চিঠি দিয়েছে।

এই ব্যাপারে লাকী বলেন, ‘এটা বাংলাদেশ হকির জন্য সুখবর। এশিয়ার বাইরে বিশেষত ইউরোপে গিয়ে বাংলাদেশের কোনো আম্পায়ার আগে আম্পায়ারিং করেনি। ফলে নতুন দিগন্ত শুরু হচ্ছে বাংলাদেশ হকির।’

তবে ইউরোপে আম্পায়ারিংয়ের সুযোগ পেলেও খানিকটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন লাকী। এ বিষয়ে তিনি বলেন, ‘আয়োজকরা আমাকে বিমান টিকিটের ব্যয় বহন করতে বলেছে। তবে আবাসন ও অন্যান্য বিষয় প্রদান করবে স্বাগতিকরা।’

তিনি আরও বলেন, ‘সাধারণ সম্পাদক সাঈদ ভাইকে আমি বিষয়টি জানিয়েছি। তখন তিনি সৌদি আরবে হজ্বে ছিলেন। যুগ্ম সম্পাদকও সেটা জানে। চিঠি পাওয়ার পর আবার তাকে বিমান টিকিট ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করব।’

আরও পড়ুন: মিয়ামিকে মেসির ধন্যবাদ, মঞ্চে দাঁড়িয়েই জানালেন পরিকল্পনা

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in হকি