Connect with us
হকি

জুনিয়র এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে উড়িয়ে এগিয়ে গেল বাংলাদেশ

জয়ের পর বাংলাদেশ হকি দলের উচ্ছাস। ছবি- গুগল

জুনিয়র এশিয়া কাপ হকিতে স্থান নির্ধারণী ম্যাচ থাইল্যান্ডকে হারিয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। মঙ্গলবার পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে থাই যুবাদের ৪-১ গোলে উড়িয়ে দেয় লাল সবুজের প্রতিনিধিরা।

এবার বাংলাদেশের যুবাদের সামনে শক্তিশালী দল জাপান। আগামীকাল বৃহস্পতিবার পঞ্চম থেকে ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ।

ওমানের সালালাহতে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুরুতেই আক্রমনাত্মক ছিল বাংলাদেশ। ম্যাচের ১ মিনিটেই গোল করে দলকে লিড এনে দেন মোহাম্মদ আলী। পরে ১০ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল।

ম্যাচে ফিরতে মরিয়া থাইল্যান্ড ১৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমায়। তবে পরের মিনিটেই কাউন্টার অ্যাটাকে এগিয়ে যায় বাংলাদেশ। স্কোরলাইন দাঁড়ায় ৩-১।

এরপর থাই যুবাদের আর সুযোগ দেয়নি বাংলাদেশ। ৫৭ মিনিটে আরেকটি গোল দিয়ে হালি পূর্ণ করে ৪-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

আরও পড়ুন: লিগ ওয়ানের সেরা হয়ে রেকর্ড গড়লেন এমবাপ্পে

ক্রিফোস্পোর্টস/৩১মে২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in হকি