Connect with us
ক্রিকেট

ক্রিকেটে রিটায়ার্ড হার্ট এবং রিটায়ার্ড আউট কখন হয়?

Cricket's Retired Hurt-Retired out
রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ছেন অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ছবি- সংগৃহীত

‘রিটায়ার্ড হার্ট, রিটায়ার্ড আউট’– ক্রিকেট মাঠে সবচেয়ে চর্চিত দুটি নাম৷ নামে খানিকটা মিল থাকলেও কাজে উভয়ই ভিন্ন৷ গত ১৭ জানুয়ারী বেঙ্গালুরু’র চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ভারত-আফগানিস্তান মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। সুপার ওভারে গড়ানো এই ম্যাচ নিয়ে উভয় দলের সমর্থকদের মধ্যে নানা বিড়ম্বনার উদ্ভব হয়৷ রোমাঞ্চকর এ ম্যাচে ভারত জয়ী হলেও অধিনায়ক রোহিত শর্মার উপস্থিতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়৷

ভারতের দেওয়া ২১২ রানের লক্ষ্য আফগানিস্তান ৬ উইকেট হারিয়ে পৌঁছে যায়৷ ফলে মূল ম্যাচ ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় সুপার ওভারে৷ প্রথম সুপারে ফল না পাওয়ায় ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। এরপর জয় পায় ভারত৷ তবে প্রথম সুপার ওভারে দেখা যায়, ভারত অধিনায়ক রোহিত শর্মা ঠিকমতো দৌঁড়াতে পারছিলেন না৷ তাই তিনি স্বেচ্ছায় মাঠ থেকে বেরিয়ে গিয়ে রিঙ্কু সিংকে ব্যাটিংয়ের সুযোগ করে দেয়৷ রোহিতের এভাবে স্বেচ্ছায় বের হয়ে যাওয়া রিটায়ার্ড আউট নাকি রিটায়ার্ড হার্ট তা নিয়ে দেখা দেয় বিভ্রান্তি।

রিটায়ার্ড হার্ট–কখন হয়?

ক্রিকেটের নিয়ন-কানুন প্রণয়নকারী মেরিলিবোন ক্রিকেট ক্লাবের মতে, একজন ব্যাটার তখনি রিটায়ার্ড হার্ট হিসেবে গণ্য হবে যখন সে অসুস্থতা বা ইনজুরির কারণে মাঠ ত্যাগ করে৷ অন্যথায় সে রিটায়ার্ড হার্ট নয়৷ রিটায়ার্ড হওয়া ব্যাটার পরবর্তীতে ম্যাচের যেকোনো সময় ব্যাট করতে পারবে।

এমসিসি’র আইনের ২৫.৪.২ ধারায় বলা আছে, ‘যদি কোনো ব্যাটার অসুস্থতা, ইনজুরি কিংবা এ ধরনের কোনো সমস্যার কারণে মাঠ ত্যাগ করে তাহলে সে রিটায়ার্ড হার্ট হিসেবে গণ্য হবে এবং পরবর্তীতে ম্যাচের যেকোনো মূহুর্তে মাঠে নামতে পারবে।’

সেক্ষেত্রে রোহিত শর্মা রিটায়ার্ড হার্ট হয়েছেন, রিটায়ার্ড আউট নয়৷

রিটায়ার্ড আউট–কখন হয়?

আইসিসি’র প্লেইং কন্ডিশন অনুযায়ী, যদি কোনো ব্যাটার স্বেচ্ছায় মাঠ ত্যাগ করে এবং তাঁর পরবর্তীতে অন্য কেউ ব্যাট করতে আসে, সেক্ষেত্রে মাঠ ত্যাগ রিটায়ার্ড আউট হবে৷ রিটায়ার্ড আউট হওয়া ব্যাটার পুনরায় আর ব্যাট করতে পারেন না৷ অর্থ্যাৎ রিটায়ার্ড হার্ট হলে ব্যাট করতে পারলেও রিটায়ার্ড আউটের ক্ষেত্রে সে নিয়ম নেই৷

তবে প্রতিপক্ষ দলের অধিনায়ক যদি অনুমতি দেয় তাহলে সেক্ষেত্রে রিটায়ার্ড আউট হওয়া ব্যাটারও পুনরায় ব্যাট করতে পারবে৷

এমসিসি’র আইনের ২৪.৫.৩ ধারায় বলা আছে, ‘যদি কোনো ব্যাটার অসুস্থতা, ইনজুরি(ধারা ২৫.৪.২) ব্যতীত অন্য কোনো কারণে বা স্বেচ্ছায় মাঠ ত্যাগ করে তাহলে উক্ত ব্যাটার রিটায়ার্ড আউট হিসেবে গণ্য হবে।’

আরও পড়ুন: যেভাবে ইংল্যান্ডে শুরু হয় ক্রিকেটের যাত্রা 

ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট