Connect with us
ফুটবল

ফিজিকে গোল বন্যায় ভাসিয়ে বিশ্বকাপ শুরু করল ব্রাজিল

Brazil vs Fiji
ব্রাজিল বনাম ফিজি। ছবি- সংগৃহীত

কলম্বিয়ায় চলমান অনূর্ধ্ব-২০ নারী ফিফা বিশ্বকাপে ফিজিকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে ব্রাজিল। সেই সঙ্গে বি-গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান দখল করছে ব্রাজিলিয়ান তরুণীরা।

ম্যাচের শুরুতেই ফিজি জালে বল পাঠায় ব্রাজিল। মাত্র ৪ মিনিটে গোল করেন লারা ডানটাস পেরেইরা। ৯ মিনিটের মাথায় ভিটোরিয়া অ্যামারালের গোলে ব্যবধান দ্বিগুণ করে সেলেসাও তরুণীরা।

এরপর ২৪ মিনিটে ভিটোরিয়ার দ্বিতীয় গোল আর ২৭ ও ২৮ মিনেটে গোল করেন ভেনদিতো। মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি গোল দেয় ব্রাজিল। ফলে প্রথমার্ধে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি।

আরও পড়ুন : 

» শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা, বাংলাদেশ শিবিরে আছেন যারা

» অবশেষে ৪০-এর কোটা ছুঁয়ে থামছেন ব্রাভো

দ্বিতীয়ার্ধেও ৪ মিনিট পেরোতেই গোল পায় ল্যাটিন আমেরিকার দলটি। ৪৯ মিনিটে বল জালে জড়ান প্রিসিলা। এরপর বেশ খানিক সময় গোল বিরতি দেয় ব্রাজিলিয়ান তরুণীরা। ৭৭ মিনিটে ফের গোল করেন মিলেনা। ৮২ ও ৮৬ মিনিটে যথাক্রমে ফিজির জালে বল জড়ায় ফার্নান্দা ও গিসেলে। আর এতেই ফিজিকে ৯-০ গোলের বানে ভাসিয়ে নিয়ে যায় ব্রাজিল।

ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৪/এইচআই/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল