Connect with us
ক্রিকেট

অবশেষে ৪০-এর কোটা ছুঁয়ে থামছেন ব্রাভো

Dwayne Bravo
ডুয়েন ব্রাভো। ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ এর তারকা ক্রিকেটার ডুয়েন ব্রাভো অবশেষে ৪০-এর কোটা ছুঁয়ে থামাচ্ছেন ২২ গজের যাত্রা। এই অলরাউন্ডার নিজের ক্যারিয়ারে বহু ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন, জিতেছেন শিরোপা।

এখন খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। এখানেই তিনি তার শেষ ম্যাচ খেলে পাকাপাকিভাবে ক্রিকেটকে বিদায় জানাবেন। এরপর আর তাকে দেখা যাবে না ২২ গজের লড়াইয়ে।

ফ্রাঞ্চাইজি লিগে সবচেয়ে বড় আসর আইপিএ এ ২০২২ সাল পর্যন্ত ধোনির সতীর্থ হিসাবে চেন্নাইয়ের হয়ে খেলেছেন এই ক্যারিবিয়ান। ২০২৩ মৌসুম থেকে চেন্নাইয়ের বোলিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

আরও পড়ুন : 

» মেসিকে ছাড়াই ইন্টার মায়ামির দারুন জয়

» অস্ট্রেলিয়ার লিগে দল পেলেন রিশাদ হোসেন

আইপিএল থেকে অবসর নিলেও বিভিন্ন দেশে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছিলেন ব্র্যাভো। এ বছর খেলেছেন টেক্সাস সুপার কিংসের হয়ে। ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সিপিএল খেলে অবসর নেবেন ব্র্যাভো।

নিজের অবসরের কথা জানিয়ে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, একটা দুর্দান্ত যাত্রা শেষ করতে চলেছি। আমার দেশবাসীর সামনে শেষ পেশাদার প্রতিযোগিতায় খেলব। এই প্রতিযোগিতা খেলার অপেক্ষায় রয়েছি। আমাকে ঘিরেই তৈরি হয়েছিল ট্রিনবাগো নাইট রাইডার্স। সেই দলের হয়েই শেষ বার খেলব।

একই দলে ২০১৩ থেকে ২০২০ পর্যন্ত (ট্রিনবাগো নাইট রাইডার্সের) খেলেছিলেন ব্র্যাভো। দ্বিতীয় দফায় ২০২৩ থেকে খেলছেন সিপিএলের এই ফ্র্যাঞ্চাইজির হয়ে। এখনও পর্যন্ত সিপিএলে ১০৩টি ম্যাচ খেলেছেন ৪০ বছরের অলরাউন্ডার। করেছেন ১১৫৫ রান। ১২৮টি উইকেটও রয়েছে তার ঝুলিতে।

ফ্র্যাঞ্চাইজি লিগে শুধু নয় জাতীয় দলের হয়েও খেলেছেন ও জিতেছেন ব্রাভো। এ টি-টোয়েন্টি স্পেশালিস্ট দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন, ২০১২ এবং ২০১৬ সালে। এছাড়া ২০০৪ সালে একবার জিতেছেন চ্যাম্পিয়নস ট্রফি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪০টি টেস্ট, ১৬৪টি এক দিনের ম্যাচ এবং ৯১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্র্যাভো। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সাড়ে ছয় হাজার রান রয়েছেন ব্র্যাভো। ৩৬৩টি উইকেটও রয়েছে।

শেষবার এই অলরাউন্ডারকে জাতীয় দলের জর্সি গায়ে জড়াতে দেখা যায় ২০২২ সালে। আর এবার নিজের ব্যাট এবং বল দুটোকেই শোকেসে তুলে রাখার সিদ্ধান্ত ব্রাভোর।

ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৪/এএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট