Connect with us
ক্রিকেট

অস্ট্রেলিয়ার লিগে দল পেলেন রিশাদ হোসেন

রিশাদ হোসেন। ছবি- ক্রিকইনফো

এবার অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে দল পেয়েছেন বাংলাদেশের তরুন ক্রিকেটার রিশাদ হোসেন। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুন পারফরম্যান্স দেখিয়ে বিদেশি লিগগুলোর নজর কেড়েছিলেন এই লেগ স্পিনার। ড্রাফটের ২৮ নম্বর ডাকে টাইগার প্রতিনিধিকে দলে নিয়েছে হোবার্ট হ্যারিকেন্স। 

সাকিব আল হাসানের পর দ্বিতীয় কোন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে ডাক পেলেন রিশাদ হোসেন। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্ট দিয়ে রিশাদকে দলে নেওয়ার বিষয়টি জানিয়েছে হোবার্ট হ্যারিকেন্স। এই আগে দলটি স্কোয়াডে রেখেছে ইংল্যান্ডের ক্রিস জর্ডান এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপকে।

ঘরের মাঠে সুযোগ পেয়ে দারুন কিছু ইনিংস খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছিলেন রিশাদ। যেখানে অসাধারণ পারফরম্যান্স করে সকলকে তাক লাগিয়ে দেন এই লেগি। যৌথভাবে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ১৪ উইকেট শিকার করেছিলেন রিশাদ। তখনই তিনি ডাক পেয়েছিলেন কানাডার গ্লোবাল টি২০ লিগে।

বিগ ব্যাশ লিগের আগামী মৌসুম শুরু হবে ডিসেম্বরের ১৫ তারিখ। যে টুর্নামেন্টে শেষ হবে পরবর্তী বছর জানুয়ারির ২৭ তারিখ। রিশাদ এবারের আসরে নাম জমা দিয়েছিলেন ৬ থেকে ৯টি ম্যাচ এবং ফাইনাল খেলতে পারবেন এমন শর্তে। রিশাদসহ এই টুর্নামেন্টের ড্রাফটে নাম দিয়েছিলেন মোট ৯ বাংলাদেশি ক্রিকেটার।

রিশাদ হোসেনকে বাংলাদেশ ক্রিকেটের সম্পদ হিসেবে ধরা হচ্ছে। কেননা তার আগমনেই অনেকটা কেটেছে দেশি লেগ স্পিনারের অভাব। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও বড় শট হাকাতে সিদ্ধ হস্ত তিনি। তাই বাংলাদেশি এই ক্রিকেটারকে নিয়ে সকলের আশা বেশ বড়।

আরও পড়ুন: আধ ঘন্টায় তাসকিনের সেই লক্ষ্য দুঃসাধ্যে পরিণত করল ব্যাটাররা

ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট