Connect with us
ক্রিকেট

বিপিএল ‘সিজন টেন’: ড্রাফটে দেশি ২০৩ জন, বিদেশি ক্রিকেটার ৪৪৮

crifosports BPL 2024
এবারের বিপিএলে নতুন দল হিসেবে খেলবে দুর্দান্ত ঢাকা

বিপিএল ‘সিজন টেন’ এর প্লেয়ার্স ড্রাফট হবে আগামীকাল রবিবার। ২০২৪ সালের ৬ জানুয়ারি শুরু হওয়ার কথা এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে সাত ক্যাটাগরিতে আছেন মোট ৬৫১ জন ক্রিকেটার। এদের মধ্যে ২০৩ জন দেশি ক্রিকেটার। পাঁচটি ক্যাটাগরিতে বিদেশি ক্রিকেটার আছেন ৪৪৮ জন।

দেশি ক্রিকেটারদের ‘এ’ ক্যাটাগরিতে পারিশ্রমিক ৮০ লাখ টাকা। মুশফিকুর রহিম ছাড়া ‘এ’ ক্যাটাগরির বাকিরা ইতোমধ্যেই বিভিন্ন দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ৫০ লাখ টাকা পারিশ্রমিকের ‘বি’ ক্যাটাগরিতে আছেন আফিফ, এবাদত, ইমরুল কায়েস ও রনি তালুকদার।

ক্যাটাগরি ‘সি’ তে ১৮ জন ও ‘ডি’ তে রাখা হয়েছে ৩১ ক্রিকেটারকে। তাদের পারিশ্রমিক ৩০ লাখ ও ২০ লাখ টাকা। ক্যাটাগরি ‘ই’ তে সবচেয়ে বেশি ৭৫ জন ক্রিকেটার। পারিশ্রমিক ১৫ লাখ টাকা। এছাড়াও ১০ লাখ টাকার ক্যাটাগরি ‘এফ’ এ ২৯ জন ও ৫ লাখ টাকার ‘জি’তে আছেন ৪৫ ক্রিকেটার।

আইসিসির দুর্নীতির দায়ে অভিযুক্ত নাসির হোসেন নেই বিপিএলে। বিদেশি ক্যাটাগরি ‘এ’তে আছেন ১৮ জন, ‘বি’তে ১৬, ‘সি’তে ৬০, ‘ডি’তে ৯৭ ও ‘ই’তে আছেন ২৫৫ জন ক্রিকেটার। এদের মধ্যে শ্রীলঙ্কানদের সংখ্যাটা তুলনামুলক বেশি।

আগামী বিপিএলে সাত দলের মধ্যে খেলবে দুর্দান্ত ঢাকা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

আরও পড়ুন: এশিয়ান গেমস শুরু আজ, জেনে নিন বাংলাদেশের অবস্থা

ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট