Connect with us
অন্যান্য

এশিয়ান গেমস শুরু আজ, জেনে নিন বাংলাদেশের অবস্থা

asian games 2023. এশিয়ান গেমস বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা

বিশ্ব ক্রীড়া ইভেন্টের সবচেয়ে বড় আসর অলিম্পিক গেমস। আর এশিয়া মহাদেশের অলিম্পিক খ্যাত ‌‘এশিয়ান গেমস’। চার বছর পর পর অনুষ্ঠিত হওয়া এই গেমসের ১৯তম আসর শুরু হচ্ছে আজ। চীনের হ্যাংঝু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে পর্দা উঠবে।

এবারের এশিয়ান গেমস হবে বিগত সময়গুলোর চেয়েও জমজমাট। ৪৫টি দেশের সাড়ে ১২ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছেন। ১৬ দিনের আসর শেষ হবে ৮ অক্টোবর।

গতবার ১৪ ডিসিপ্লিনে খেলেও বিনা পদকে দেশে ফিরেছিল বাংলাদেশের অ্যাথলেটরা। এবার ১৭টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে।

গেমস উপলক্ষে প্রস্তুত চীনের হ্যাংঝু। প্রস্তুত বাংলাদেশ দলও। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করবেন দাবাড়ু গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।

এবারের এশিয়ান গেমসে ২৪০ সদস্যের বাংলাদেশ দল গঠন করা হয়েছে। দলে আছেন ১০৪ জন পুরুষ ও ৭৬ জন মহিলা অ্যাথলেট। এছাড়া ৫৫ জন পুরুষ কর্মকর্তা ও প্রশিক্ষক এবং পাঁচজন নারী প্রশিক্ষক ও কর্মকর্তা।

এশিয়ান ক্রীড়ার সবচেয়ে বড় আসরে প্রতিবারই বাংলাদেশ থেকে বড় দল গেলেও ফিরতে হয় খালি হাতে। পুরুষ ও নারী ফুটবল এবং নারী ক্রিকেট দিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে বাংলাদেশের এশিয়ান গেমস মিশন। নারী ক্রিকেট দল সেমিফাইনালে পৌঁছে গেছে। আর এক ম্যাচ জিতলেই রৌপ্যপদক নিশ্চিত হবে।

এবার ভালো করার স্বপ্ন বুনছেন বাংলার অ্যাথলেটরা। চীনের এই আসরে ক্রিকেট, শ্যুটিং, আরচারি, দাবা থেকে পদক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। ক্রিকেটের পুরুষ ও নারী দুই ইভেন্টেই খেলছে বাংলাদেশ।

আরও পড়ুন: এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য