Connect with us
ফুটবল

ইত্তিহাদের জার্সিতে বেনজেমার অভিষেক গোল

কারিম বেনজেমা
ম্যাচের ১৭ মিনিটে ইত্তিহাদের হয়ে অভিষেক গোল করেন করিম বেনজেমা। ছবি-গোল

লিগ ম্যাচে ইত্তিহাদের জার্সিতে প্রথম গোল করেছেন করিম বেনজেমা। দলকে প্রথমে লিড এনে দেন তিনি।

ইত্তিহাদে সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদ থেকে দুই বছরের চুক্তিতে সৌদি আসা বেনজেমার। ইত্তিহাদ কোচ নুনো স্পারিন্তে সান্তোসের সঙ্গে তাঁর চলমান সংকট সংবাদ মাধ্যম গুলোয় উঠে এসেছে আরও আগেই। নেতৃত্ব কে দিবেন তা নিয়েও ছিল দ্বন্দ্ব।

অবশেষে নেতৃত্বের সেই আর্মব্যান্ড পড়েই দলের হয়ে করলেন অভিষেক গোল। অবদান রেখেছেন শেষ গোলেও।  আল রিয়াদের বিপক্ষে জিতেছে ৪-০ গোলের বড় ব্যবধানে।

ফ্রান্স জাতীয় দলকে বিদায় বলা ৩৬ বছর বয়সী বেনজেমা বৃহস্পতিবার রাতে নেতৃত্বের আর্মব্যান্ড পরে ইত্তিহাদের হয়ে মাঠে নামেন।

ম্যাচের ১৭ মিনিটে দারুণ একটি গোল করেন তিনি। মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে প্রতিপক্ষের বক্সের মুখে ঢুকে পড়েন এই স্ট্রাইকার। একবার বল দেওয়া-নেওয়া করে দারুণ শটে জালে পাঠিয়ে দেন বল।

এরপর আঙুল নির্দেশ করে উদযাপন করে বেনজেমা হয়তো কোচ নুনো সান্তোসকে বোঝাতে চেয়েছেন, ‘তাকে দলে কেন দরকার।’

ইত্তিহাদ ম্যাচের ২৫ মিনিটে দ্বিতীয় গোল করে। দলটি পেনাল্টি পেলেও শট নেননি বেনজেমা। দলটির মরক্কান মিডফিল্ডার আব্দেররাজ্জাক হামদাল্লাহ শট নিয়ে গোল করেন।

ম্যাচের প্রথমার্ধে ১০ মিনিটে অতিরিক্ত সময় বাড়িয়ে দেওয়া হয়। শেষ মিনিটে জালে বল পাঠিয়ে আব্দেররাজ্জাক দলকে ৩-০ গোলে এগিয়ে নেন।

এরপর ম্যাচের শেষ সময় অর্থাৎ ৯৩ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোল করেন সালেম আল আমরি। তার গোলে বড় জয়ে তিন ম্যাচের তিন জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে ইত্তিহাদ।

আরও পড়ুন : ভারতের পুনেতে আসছেন নেইমার

ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল