Connect with us
ক্রিকেট

নারী টি২০ বিশ্বকাপ আয়োজনে সেনাবাহিনীর নিরাপত্তা চাইল বিসিবি

BCB sought security from the army to host the Women's T20 World Cup
বিশ্বকাপে নিরাপত্তা ঠিক রাখতে সেনাপ্রধানকে চিঠি দিয়েছে বিসিবি। ছবি- সংগৃহীত

চলতি বছরের অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর পর্দা উঠবে। আসন্ন এই টুর্নামেন্ট বসার কথা রয়েছে বাংলাদেশের মাটিতে। তবে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

প্রায় একমাস ধরে দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। যার ফলে বাংলাদেশে বিশ্বকাপের আয়োজন নিয়ে উদ্বিগ্ন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পরিস্থিতি স্বাভাবিক না হলে বাংলাদেশের পরিবর্তে বিকল্প ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো বলছে, ইতোমধ্যে বিকল্প ভেন্যু হিসেবে ভারত ও শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতকে পছন্দের তালিকায় রেখেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এদিকে এবারের বিশ্বকাপটি ঘরের মাটিতে আয়োজন করার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা আইসিসির কাছে থেকে সময় চেয়ে নিয়েছে। বিশ্বকাপ আয়োজনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা পেতে সেনাবাহিনীর কাছে সাহায্য চেয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আরও পড়ুন:

» আসিফ মাহমুদকে অভিনন্দন জানাল বিসিবি ও বাফুফে

» গুজবে কান না দেওয়ার আহ্বান জানালেন লিটন 

ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, বিশ্বকাপে নিরাপত্তা বজায় রাখতে বৃহস্পতিবার (৮ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামানকে চিঠি দিয়েছে বিসিবি। বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু ক্রিকবাজকে জানান, ‘আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে আমরা সেনাপ্রধানকে একটি চিঠি পাঠিয়েছি। কারণ আমাদের হাতে আর খুব বেশি সময় নেই।’

তবে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ায় খুব শীঘ্রই দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা করেছে। তাই আইসিসির কাছে সময় চেয়েছে বিসিবি এবং খুব শীঘ্রই তাদেরকে এ প্রসঙ্গে জানাবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ক্রিফোস্পোর্টস/৯আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট