Connect with us
ক্রিকেট

গুজবে কান না দেওয়ার আহ্বান জানালেন লিটন

Litton urged not to listen to rumours
লিটন দাস। ছবি- সংগৃহীত

একমাসব্যাপী আন্দোলনের পর গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। হাসিনা সরকারের পতনের পরই বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। বিশেষ করে আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি ও পার্টি অফিসে হামলা ও ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এসময় নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মোর্ত্তজার বাড়িতেও আগুন দেওয়া হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়িটি লিটন দাসের বলে গুজব ছড়ায় অনেকে।

মূলত ৫ আগস্ট রাতে পুলিশের নিরাপত্তা না থাকায় দেশের দেশের কিছু কিছু স্থানে সংখ্যালঘু ধর্মের মানুষদের বাসা-বাড়ি ও ধর্মীয় স্থানে হামলা চালায় দুর্বৃত্তকারীরা। এসময় বাংলাদেশে থাকা হিন্দুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় ভারতীয়দের। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এ ধরনের ঘটনার প্রতিবাদ জানায় এবং হিন্দুদের রক্ষার্থে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে।

তবে এসময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু কিছু অ্যাকাউন্ট থেকে মাশরাফির পোড়া বাড়ির ছবি ও ভিডিও ব্যবহার করে প্রচার করা হয় লিটনের বাড়ি হিসেবে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিবাদ জানায় ভারতীয়রা। এমনকি ভারতের কিছু কিছু গণমাধ্যমেও এই গুজবটি প্রচার করা হয়। যদিও পরবর্তীতে সঠিক তথ্যটি তুলে ধরেছিল ভারতের বিভিন্ন গণমাধ্যম।

আরও পড়ুন:

» অবশেষে জায়গা হারালেন পাপন, যুব ও ক্রীড়ামন্ত্রী এখন আসিফ

» অলিম্পিকে এই দিনটির জন্য ৪০ বছর অপেক্ষা করেছে পাকিস্তান 

এবার এই গুজব প্রসঙ্গে লিটন দাস নিজেই মুখ খুলেছেন। আজ (শুক্রবার) এ প্রসঙ্গে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি বার্তা দিয়েছেন লিটন। গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোন সত্যতা নেই। কেউ এইসব গুজবে কান দিবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি।’

বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলে একসঙ্গে এগিয়ে যাবে এমনটাই বিশ্বাস লিটনের, ‘আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করবো ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকবো এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখবো এই দেশটাকে । কারণ দেশটা আমাদের সবার।’

দেশের যে সকল জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে, পোস্টের নিচে এক কমেন্টের মাধ্যমে সেগুলোর তীব্র নিন্দা জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার, ‘দেশের যে সকল জায়গায় সাম্প্রদায়িক হামলা হয়েছে আমি তার নিন্দা জানাই। আমি আশা করবো ভবিষ্যতে এধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক ঘটনা আর ঘটবেনা । আর তার জন্য কাজ করতে হবে আপনাকে আমাকে সবাইকে যেভাবে এখন আমাদের অন্য ধর্মের ভাইয়েরা আমাদের পাশে এসে দাড়িয়েছে। এই ধারা যেন অব্যাহত থাকে।’

ক্রিফোস্পোর্টস/৯আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট